Shani Debata : জন্মছকে শনি গ্রহের অশুভ অবস্থানের কারণে শনি দোষ দেখা দিতে পারে। যার ফলে জাতকের জীবনে অর্থহানি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, বাধা এবং সম্পর্কগুলিতে কলহ-এর মতো নানা সমস্যা দেখা দিতে পারে। এই দোষের প্রভাব কমাতে শনিদেবের পূজা করা, হনুমান চালিশা পাঠ করা এবং নীলকান্ত মণি ধারণ করার মতো উপায় অবলম্বন করেন অনেকে। একইসঙ্গে চলে ভগবান শনিকে তুষ্ট করার প্রক্রিয়া। 

Continues below advertisement

শনি দোষ কীভাবে বুঝবেন

শনি দোষ জানার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে জন্মছক বিশ্লেষণ করানো সবচেয়ে সঠিক উপায়। এই প্রক্রিয়ার ফলে শনির প্রতিকূল পরিস্থিতি অথবা সাড়েসাতি/ঢাইয়ার পরিস্থিতি স্পষ্ট ভাবে জানা যেতে পারে।

Continues below advertisement

শনি দোষের সাধারণ লক্ষণগুলির মধ্যে কাজ-কর্মের পথে বাধা, ঋণ বৃদ্ধি, আর্থিক ক্ষতি, শারীরিক কষ্ট, মানসিক চাপ ইত্যাদি থাকতে পারে। 

শনি দোষের ৫টি সাধারণ লক্ষণ

কাজে বাধা এবং অর্থের অভাবযদি শনি গ্রহ আপনার জন্মছকে অশুভ অবস্থানে থাকে, তবে এর কারণে আপনার কাজে বাধা আসতে পারে, অর্থের অভাব হতে পারে, মানসিক চাপ দেখা দিতে পারে এবং জীবনে সংগ্রাম বাড়তে পারে।

স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাসময়ের আগে চুল পড়তে শুরু করে, চোখের দৃষ্টি দুর্বল হত পারে, অথবা কানে কোনও সমস্যা হতে পারে।

অলসতা এবং মানসিক কষ্টবৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি দোষের প্রভাবে আলস্য, শারীরিক কষ্ট যেমন - গাঁটে ব্যথা এবং মানসিক চাপ, অবসাদ, উদ্বেগ-এর মতো মানসিক সমস্যা হতে পারে।

শনিদেব পরিশ্রমের ও সৎকর্মে প্রতীক। কোনও জাতক বা জাতক অহেতুক দুর্বল বা পীড়িত হলে জীবনের নেতিবাচক প্রভাবগুলোর ফলস্বরূপ বলে মনে করা হয়। 

সম্পর্কে অবনতিবৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির অশুভ অবস্থানের কারণে সম্পর্কগুলিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার মধ্যে বৈবাহিক জীবনে কলহ, প্রেমের সম্পর্কে ফাটল এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়াও রয়েছে। শনিদেবের ক্রোধের লক্ষণ হিসাবে সম্পর্কগুলিতে অকারণে ঝগড়া, মনোমালিন্য এবং প্রতারণার মতো সমস্যা দেখা দেয়।

সাফল্যে বাধা

শনি দোষ আপনার সাফল্যে বাধা দিতে পারে, এটি প্রতিকূল পরিস্থিতি, বাধা এবং পরিশ্রম সত্ত্বেও সাফল্য না পাওয়ার কারণ হতে পারে। শনি দোষের আরও কিছু লক্ষণ হল - যে কোনও কাজের পথে বাধা আসা, ধার দেনা বৃদ্ধি পাওয়া এবং অর্জিত সম্পত্তি কোনও কারণ ছাড়া ধীরে ধীরে শেষ হওয়া।

প্রভাব কাটবে কীভাবে

সৎ কর্ম করা, শনিদেবের পূজা করা, শনিদেবকে তুষ্ট করার নানা উপায় অবলম্বন করলে শনি দোষ থেকে মুক্তির পথ দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মেনে চলতে হবে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।