কলকাতা: গ্রহের রাজা সূর্য মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। যদিও সূর্য সবসময় মেষ রাশিতে বলবান হয়ে শুভ ফল দেয় কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। আসলে, রাহু গ্রহ ইতিমধ্যেই মেষ রাশিতে বসেছে। এমন পরিস্থিতিতে রাহু ও সূর্যের উপস্থিতি গ্রহণ যোগের সৃষ্টি করবে। এই সংযোগে শনিরও নেতিবাচক দিক থাকবে। জ্যোতিষীরা বলছেন যে এই গ্রহণ যোগ তিনটি রাশির জাতকের অসুবিধা বাড়াতে চলেছে।


শনি দেব মানুষের কর্মের ভিত্তিতে ফল দেন। তাকে গ্রহ জগতে ন্যায়ের দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। সূর্যের পুত্র শনিদেবকে রাগানোর সাহস কমই হয়। শনিদেবকে নিষ্ঠুর গ্রহ হিসেবে ধরা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, স্ত্রীর অভিশাপে শনিদেব নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন। কথিত আছে যে, শনির অশুভ প্রভাবে মানুষের জীবনে দুর্ঘটনা এবং ঝামেলা লেগে থাকে। শনিদেব জীবনে অশান্তি সৃষ্টি করে। তাই শনিকে প্রসন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়। 


বৃষ রাশি- সূর্য-রাহু যোগ আপনার দ্বাদশ ঘরে গ্রহণ যোগের সৃষ্টি করছে। পরিবার থেকে মানসিক চাপ ও ঝামেলা পেতে পারেন। খরচ বাড়তে পারে। টাকা জমানো কঠিন হবে। আপনাকে অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে।


কন্যা রাশি - আপনার রাশির অষ্টম ঘরে গ্রহণ যোগ তৈরি হচ্ছে। এই যোগ আপনার জন্য অশুভ ফল বয়ে আনতে পারে। দুর্ঘটনার শিকার হতে পারেন। ঘরে রোগ বাসা বাঁধতে পারে। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। কথাবার্তা ও আচরণে সংযম না থাকার কারণে ঝগড়া-বিবাদ হতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।


মকর রাশি- আপনার রাশির চতুর্থ ঘরে সূর্য-রাহুর সংমিশ্রণে গ্রহণ যোগ তৈরি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই সময়ে কোনো ধরনের আর্থিক চুক্তি বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। গ্রহণের সময় পর্যন্ত আপনার খরচ বাড়বে। প্রেমের ক্ষেত্রেও ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও প্রভাব পড়তে পারে।


আরও পড়ুন, শতভিষা নক্ষত্রে আরও শক্তিশালী শনি! ৫ রাশির ওপর থাকবে কৃপাদৃষ্টি


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)