শনিদেব ২০২৪: শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনির এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে প্রায় আড়াই বছর সময় লাগে।


১৭ জানুয়ারি, ২০২৪ তারিখে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনি ২০২৫ সালের মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে। এই সময়ের মধ্যে, শনি গ্রহ বেশ কয়েকবার তার গতি পরিবর্তন করেছে।                              


শনি ২৯ জুন, ২০২৪-এ কুম্ভ রাশিতে পিছিয়ে যাবে। শনির বিপরীতমুখী অর্থাৎ বিপরীত গতি সমস্ত রাশিকে প্রভাবিত করে শনি গ্রহের বিপরীতমুখী হওয়ার অর্থ হল এটি তার ঘূর্ণনের পথ থেকে বিপরীত দিকে বা পিছিয়ে যাচ্ছে। একটি গ্রহ যখন বিপরীতমুখী অবস্থায় থাকে, তখন এটি পৃথিবীর কাছাকাছি থাকে। তাই এর প্রভাবও বাড়ে।


কখনও কখনও, শনি গ্রহের বিপরীতমুখী হওয়া কিছু রাশির জন্যও উপকারী হতে পারে। শনি গ্রহের বিপরীতমুখী হওয়ার অর্থ হল এটি তার ঘূর্ণনের পথ থেকে বিপরীত দিকে বা পিছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।


শনি বর্তমানে বিপরীতমুখী গতিতে চলছে। ১৫ নভেম্বর পর্যন্ত শনির বিপরীতমুখী গতি থাকবে। এই পশ্চাদগামী আন্দোলন চলবে নভেম্বর মাস পর্যন্ত।                                                           


অন্যদিকে, শনির সাড়ে সাতি হয় সাড়ে সাত বছর। সাড়ে সাতিতে পড়লে বলাই বাহুল্য সমস্যায় পড়তে হয়। শনিবার শনিদেবের পুজো করলে এই সাড়ে সাতির প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। বর্তমানে কুম্ভ রাশিতে আছেন শনিদেব। মূলত ২০২৫ সালে শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। 


আরও পড়ুন, শ্রাবণেই স্থান পরিবর্তন বুধের, অশান্তি-সমস্যা বাড়বে ৪ রাশির, ভেস্তে যেতে পারে সব পরিকল্পনা



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে