কলকাতা: সংসারের সংকট মোচন হিসাবে স্মরণ করা হয় মহাবলি হনুমানকে। রামভক্ত হনুমানের কথা রামায়ণে স্বর্ণাক্ষরে লেখা আছে। মা সীতাকে উদ্ধার করা থেকে রামের প্রিয় ভক্ত রূপে হনুমানের নাম সবার আগে আসে। পবন এবং অঞ্জনী-পুত্র হনুমান বাল্যকাল থেকেই প্রবল শক্তিধারী ছিলেন। সংকটমোচী হনুমানের উপাসনা করলে পরিবারের প্রতি কোনরূপ কুদৃষ্টি পড়তে পারে না। 


তিনি ছোটো থেকেই খুবই চঞ্চলা প্রকৃতির বালক ছিলেন। তাঁর এই চঞ্চলা এবং ক্ষমতা ছোটবেলায় বারংবার প্রকাশের জন্য তাঁকে অভিশাপ পেতে হয়। তাঁকে বলা হয়েছিল, ভবিষ্যতে তাঁর শক্তি সম্পর্কে তাঁকে যদি কেউ স্মরণ করিয়ে দেয়, তাহলে তিনি আবার তাঁর সেই অসীম শক্তি ফিরে পাবেন।বানর রাজ কেশরী এবং মাতা অঞ্জনীর পুত্র রামভক্ত এই হনুমানকে আবার পবন পুত্র হিসাবেও অভিহিত হয়।


মঙ্গলবারে কী কী নিবেদন করবেন? 


জ্যোতিষশাস্ত্র মতে, মহাশক্তির আধার হিসাবে তুলসি পাতাও দেওয়া যেতে পারে হনুমানের পূজায়। লাড্ডু হনুমানের খুব প্রিয় খাবার। তাই পূজার প্রসাদ হিসাবে লাড্ডু রাখলে ভালো হয়। তবে শ্রীরাম লেখা পতাকা রাখবেন ভগবানের সামনে তাহলে সমস্তা ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে যাবে। এবং অবশ্যই করে পূজার অন্তে রাম নাম জপ করতে হবে। তাহলেই আপনার সংসারে আসবে সুখ শান্তি। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহশান্তিও করাতে পারেন। দীর্ঘ সময় ধরে কোনও কাজ আটকে থাকলে বা কোনও বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমান জিকে পান অর্পণ করুন। 


যে ব্যক্তির উপর হনুমানজির আশীর্বাদ থাকে, সেই ব্যক্তি জীবনে সব কাজে সাফল্য পান। তাঁর পথে আসা সব বাধা দূর হয়ে যায় রামভক্ত হনুমানের কৃপাদৃষ্টিতে। নিয়মিত বজরংবলীর পুজো করলে মনোবাসনা পূরণ করা সম্ভব হয়। 


হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে। সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকারও পাবেন। মিটবে অর্থসংক্রান্ত সমস্যাও।                                        


আরও পড়ুন, চৈত্র নবরাত্রিতে ন'দিনে নয় যোগ! কোন দিনে কোন পুজো করবেন?


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে