বারাণসী : মা কালীর ভক্ত। শনিবার থেকে বন্ধ ঘরে শক্তির দেবীর উপাসনায় মগ্ন ছিলেন পুরোহিত। ২৪ ঘণ্টা টানা দেবীকে ডাকেন তিনি। সূত্রের খবর, পুরোহিত দাবি করেছিলেন, দেবী তাঁর সামনে আসবেন এবং তাঁর সঙ্গে দেখা করবেন। কিন্তু, দীর্ঘ সাধনার পরেও তা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপরই আত্মহত্যা করে নেন বছর ৪৫-এর এক পুরোহিত। কালী মা তাঁর সামনে হাজির না হওয়ায় তিনি আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের। বারাণসীর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। 

Continues below advertisement

ওই পুরোহিতের নাম অমিত শর্মা। গাইঘাটের পাঠানগলির ভাড়াবাড়িতে তিনি থাকতেন। সেখানে গলা কেটে তিনি আত্মহত্যা করেন । পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে অমিত শর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসা চলাকালীনই তাণর মৃত্যু হয়।

প্রার্থনা করার সময় ওই পুরোহিত নাকি নাগাড়ে আওড়াতে থাকেন, "মা কালী, দর্শন দে।" কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও কাজ না হওয়ায়, খুবই হতাশ হন তিনি। সেই হতাশা থেকেই ছুরি বের করে গলা কেটে নেন তিনি। ACP ঈশান সোনি বলেন, "তিনি (পুরোহিত) জেদ ধরেছিলেন যে, দেবী কালী তাঁর সামনে আসবেন। কিন্তু, তা যখন হয়নি, তিনি নিজের গলা কেটে নেন। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটা হাসপাতালের ট্রমা সেন্টার নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।"  

Continues below advertisement

অমিত শর্মার ল্যান্ডলর্ড বলেন, "এই বাড়িতে সাত বছর ছিলেন ওই পুরোহিত। উনি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করতেন। এর পাশাপাশি পর্যটকদের ধর্মীয় তীর্থস্থানে সঙ্গ দিতেন।"   পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

শক্তির দেবী মা কালী। হিন্দু ধর্মে, পরম আরাধ্য দেবী তিনি। তাঁর মাহাত্ম্য হিন্দু ধর্মের মানুষের কাছে সুবিদিত। তাই, নিষ্ঠাভরে কালী পুজো করেন ভক্তরা। তাতে কোনও খামতি রাখেন না। তন্ত্র পুরাণে দেবী কালীর বিভিন্ন রূপের কথা উল্লেখ করা হয়েছে। যেমন- ভদ্রকালী, চামুণ্ডাকালী, দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, শ্মশানকালী ও মহাকালী। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিত হন মা কালী। এ রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্তিভরে মা কালীর পুজো হয়। সেসব ঘিরে রয়েছে নানা লোককথাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে