মুম্বই: রাতের রাস্তায় দুই তরুণীকে বাইকে বসিয়ে নিয়ে বিপজ্জনকভাবে মোটরসাইকেল স্টান্ট করার জন্য এক যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশের তরফে জানান হয়েছে, ফৈয়জ কাদরি নামের ওই যুবককে গ্রেফতার করেছে।                                                                                                           

  


৩০ মার্চ মুম্বইয়ের রাস্তায় বাইকে স্টান্ট দেখিয়ে ভাইরাল হওয়া সেই যুবকের বিরুদ্ধে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিয়োর ভিত্তিতেই মামলা রুজু করেছিল পুলিশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতের ফাঁকা রাস্তায় বাইকে সামনে একজন তরুণী, পিছনে আরেকজন তরুণীকে নিয়ে বাইকে স্টান্টের ঝড় তুলেছেন। 


যুবকের বাইকের সামনে যে তরুণী বসেছিলেন তিনি যুবকের দিকে মুখ করেই বসে রয়েছেন। অন্যদিকে, পিছনের দিকে বসে থাকা যুবতী যুবককে জড়িয়ে ধরে রেখেছেন। এই অবস্থাতেই ঝড়ের বেগে বাইক ছুটিয়েছেন যুবক।                   


আরও পড়ুন, 'ভগবান হ্যায় কঁহা রে তু?' গান লিখে পরীক্ষার খাতা ভরালেন পড়ুয়া, পাল্টা দিলেন শিক্ষকও


শূন্যে বাইক তুলে কেরামতিও দেখিয়েছেন। মুম্বই ট্র্যাফিক পুলিশের তরফে টুইট করে জানানো হয়, ১৩ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩০৮ ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।   






অভিযোগের ভিত্তিতে রবিবার বান্দ্রা কুরলা কমপ্লেক্স পুলিশ বাইক চালক যুবককে গ্রেফতার করে। মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, 'বাইকের রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তের একটি অপরাধমূলক ইতিহাস রয়েছে। তাঁর দুষ্কর্মের জন্য এর আগেও একটি কাজের জায়গা থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।'