নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা ও কানাডার মধ্যবর্তী সীমান্ত অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০। আলাস্কার স্থানীয় সময় অনুযায়ী, শনিবার সকাল ১১টা বেজে ৪১ মিনিটে মাটি কেঁপে ওঠে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না মিললেও, জানা গিয়েছে ভূমিকম্পের পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয় আলাস্কায়। (Alaska-Canada Border Earthquake)
US Geological Survey জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আলাস্কার জুনৌ থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্সের ইউকন থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে। কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি ইউকন একটি রুক্ষ, বন্ধুর পার্বত্য অঞ্চল। অল্প সংখ্যক মানুষ বাস করেন সেখানে। দেওয়ালের তাক থেকে, দেওয়াল থেকে জিনিপত্র পড়ে যেতে দেখেছেন বাসিন্দারা। তবে বাড়িঘর ধুলোয় মিশে যাওয়ার মতো কিছু ঘটেনি। (Earthquake News)
ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলেও খবর। তবে তীব্র ভূমিকম্পু এবং পর পর আফটারশক অনুভূত হলেও, এখনও পর্যন্ত ওয়েস্ট কোস্ট বা উপকূল অঞ্চলগুলিতে সুনামি সতর্কতা জারি করেনি পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হওয়া স্বাভাবিক ঘটনা। তবে মূল ভূমিকম্পের তুলনায়, পরবর্তী কম্পনগুলির তীব্রতা তুলনামূলক মৃদু হয়। কয়েক দিন ধরে তো বটেই, কয়েক মাস বা বেশ কয়েক বছর পরও আফটারশক অনুভূত হতে পারে। ভূমিকম্পের সময় চ্যুতিরেখায় অসমান অবস্থানের সৃষ্টি হলে, পরবর্তীতে তা স্বাভাবিক হওয়ার সময়ও কম্পন অনুভূত হয়।
আলাস্কা আর্থকোয়েক সেন্টারের ডিরেক্টর অফ অপারেশন্স অস্টিন হল্যান্ড জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই তাঁদের কাছে। তেমন ক্ষয়ক্ষতিও হয়নি। তবে ভূমিকম্প তীব্র ছিল বলে মেনে নিয়েছেন তিনিও। এত তীব্র ভূমিকম্প নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অস্টিন। তাঁর যুক্তি, এবার যে জায়গায় থেকে কম্পন ছড়িয়েছে, সেখানে তেমন কোনও বড় চ্যুতিরেখা নেই। তাই তীব্রতা ৭.০ তীব্রতায় ভূমিকম্প হতে পারে বলে কল্পনাতেও ছিল না। এর পর কমপক্ষে ২০টি আফটারশক অনুভূত হয়, যার মধ্য়ে কোনও কোনওটির তীব্রতা ছিল ৫.০। আগামী দিনেও ফের মাটি কাঁপতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন, ভূমিকম্প পরবর্তী আট ঘণ্টায় কমপক্ষে ৮০টি আফটারশক অনুভূত হয়েছে সেখানে।