নয়া দিল্লি: পৃথিবীর (Earth) উপর দেখা গেল এক রহস্যময় লাল আলোর ঝলকানি (রেড স্প্রাইট)। যা মুহূর্তে ক্যামেরায় বন্দি করেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) একজন মহাকাশচারী। আন্দ্রেয়াস মোগেনসেননামের ওই নভোচারী ডেনমার্কের ডেনিশ টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য একটি গবেষণা করছেন। তিনি একটি উচ্চ-রেজোলিউশন ক্যামেরা ব্যবহার করে ছবিগুলো তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল। 


উচ্চ বায়ুমণ্ডলীয় বজ্রপাত এবং গ্রিনহাউস গ্যাস স্তরের ওপর এর প্রভাব নিয়ে গবেষণাটি করা হচ্ছিল। আন্দ্রেয়াসের ছবিতে বজ্রপাতের লাল আলোর ঝলকানি প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। গবেষণা দলের নেতৃত্ব দেওয়া বিজ্ঞান অলিভিয়ার চ্যানরিওন বলেন, আন্দ্রেয়াসের ছবিগুলো অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ।               


রেড স্প্রাইট কী? 


রেড স্প্রাইটকে লাল বজ্রপাত বলা হয়। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪০ থেকে ৮০ কিলোমিটার উপরে ঘটে। এ লাল আলোর ঝলকানি কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়। আর এ সময়ের মধ্যে ছবি তোলাই বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয়। 


এদিকে এরই মধ্যে  সূর্যের 'অন্যরকম' ছবি তুলে তাক লাগিয়ে দিল ইসরোর (ISRO) পাঠানো মহাকাশযান। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে বলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট (Ultraviolent) ওয়েভলেন্থের (Wave Length) মাধ্যমে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করে ছবিগুলি তোলা হয়েছে।                                                                


আরও পড়ুন, সূর্যের গায়ে এ কীসের দাগ? সৌরজগতের অধিপতির বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্য


ছবিগুলোতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে। সুইটের সূর্য পর্যবেক্ষণ করার বিষয়টি বিজ্ঞানীদের ‘সূর্যের গতিশীল চুম্বকীয় বায়ুমণ্ডল’ এবং ‘বিশ্বমণ্ডলের ওপর সৌর বিকিরণ আটকাতে আঁটোসাঁটো বাধা স্থাপনের’ বিষয়ের গবেষণায় সহায়ক হবে বলেও জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।