নয়াদিল্লি: চাঁদের মাটিতে নয়া মাইলফলক। বেসরকারি সংস্থার দ্বিতীয় মহাকাশযান মাটি ছুঁল পৃথিবীর উপগ্রহের। আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Mission 1 অভিযানের দিকেই এই মুহূর্তে নজর গোটা পৃথিবীর। স্থানীয় সময় অনুযায়ী, ভোররাত ৩টে বেজে ৩৪ মিনিটে Blue Ghost চাঁদের মাটিতে ছোঁয় Blue Ghost. চাঁদের মাটি ছুঁয়ে প্রথমেই ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে মহাকাশযানটি। (Blue Ghost To Touch Moon)


পৃথিবীর উপগ্রহের উত্তর-পূর্বে অবস্থিত চন্দ্রপর্বত Mons Latreille সংলগ্ন, ব্যাসল্ট শিলায় ঢাকা, গাঢ় বর্ণের Mare Crisium সমতলে অবতরণ করেছে Blue Ghost. চাঁদের মাটি ছোঁয়ার পর তার তোলা প্রথম ছবিটিও প্রকাশ করা হয়েছে। Firefly সোশ্যাল মিডিয়ায় লেখে, 'এই দৃশ্য দেখার জন্য় প্রস্তুত তো! Blue Ghost চাঁদের বুকে প্রথম ছবিটি তুলেছে। এই ছবি সাহসিকতা, অদম্য আচরণের প্রতীক, যা Firefly টিমের ক্ষেত্রেও প্রযোজ্য। তিন বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এই টিম। তবে এই সবে শুরু, এর পর কী দেখতে থাকুন'।  



রবিবার সকালে Firefly Aerospace জানায়, চাঁদের মাটিতে Blue Ghost-এর চাকা গড়ানোর অপেক্ষা। আস্তে আস্তে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে মহাকাশযানটির দূরত্ব কমিয়ে আনছেন বিজ্ঞানীরা। এই অভিযানকে ‘Ghost Riders in The Sky’ বলেও উল্লেখ করছেন কেউ কেউ। এর আগে, গত বছর ২২ ফেব্রুয়ারি Intuitive Machines-এর Odysseus প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদের মাটি ছোঁয়। সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল NASA. Artemis অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে।



চাঁদের মাটির কাছাকাছি অবস্থানে যখন ছিল, সেখান থেকেও ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল Blue Ghost. বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে, তা আকারে জলহস্তির সমান। গত ১৫ জানুয়ারি, ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটে চাপিয়ে উৎক্ষেপণ হয় Blue Ghost চন্দ্রযানের। মহাকাশ থেকে পৃথিবীর একটি অভূতপূর্ব ছবিও তুলে পাঠায় সেটি।



Blue Ghost চন্দ্রযানে ১০টি যন্ত্র রয়েছে- চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার, বিকিরণ সহিষ্ণু কম্পিউটার, চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্রও। আগামী এক চন্দ্রদিবস (পৃথিবীর হিসেবে ১৪ দিন) চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি। উচ্চমানের ছবি তোলার পাশাপাশি, ১৪ মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে, চাঁদের মাটি থেকে সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করার কথা। ১৬ মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে Blue Ghost.