নয়াদিল্লি: বিবর্তনের ফলেই চারপেয়ে থেকে দু’পেয়ে হয়েছি আমরা। কিন্তু তাই বলে কি মানবজাতির বিবর্তন থেমে গিয়েছে? সটান না বলে দেওয়া তো দূর, বরং মানুষের বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য় তুলে ধরলেন বিজ্ঞানীরা। জানালেন, বিবর্তন একটি শ্লথ প্রক্রিয়া। কিন্তু বিবর্তন থেমে যায়নি। মানুষের চেহারার পরিবর্তন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, বিবর্তন ঘটে চলেছে। (Human Evolution)

মানুষের বিবর্তন প্রক্রিয়া নিয়ে ২০২০ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গবেষকরা। Journal of Anatomy-তে সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়, যাতে বলা হয়, প্রতি নিয়ত মানুষের বিবর্তন ঘটে চলেছে। লক্ষ্য করলে বোঝা যাবে, মুখমণ্ডলের আকার ছোট হচ্ছে ক্রমশ। সঙ্কোচন ঘটছে চোয়ালের। (Human Anatomy)

এই ক্রমবর্ধমান বিবর্তনের জেরে ভবিষ্যতে মানব শরীরের মুখের গঠন পাল্টে যাবে বলে মত বিজ্ঞানীদের। তাঁদের মতে, চোয়ালের অংশ ক্রমশ ছোট হচ্ছে। ফলে দাঁতের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে না ভবিষ্যতে। যত সময় এগোবে, দাঁতের আকার ছোট হতে থাকবে এবং একটা সময় পর দাঁতের সংখ্যা কমতে থাকবে মানুষের। এমনকি একটা সময় দাঁতের প্রয়োজনও পড়বে না বলে মত বিজ্ঞানীদের। 

এর জন্য মানুষের খাদ্যাভ্যাসকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, লক্ষ লক্ষ বছর ধরেি মানুষের চোয়ালের আকার পাল্ট চলেছে। শুরুতে মুখভর্তি দাঁত থাকত। কারণ আদিম মানুষ প্রচুর পরিমাণ মাংস খেতেন। চোয়াল এবং দাঁত শক্ত হতো, ধারাল হতো দাঁত। কিন্তু সময়ের সঙ্গে মাংস ছেড়ে শুধুমাত্র শাক-সবজি খাওয়ার দিকে ঝুঁকতে শুরু করেছেন বহু মানুষ। আবার মাংস খেলেও, অনেকেই প্রসেসড মিট খান, যা নরম হয়। এসব খাওয়ার জন্য দাঁতের উপর চাপ পড়ে না। এমন খাদ্যাভ্যাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে মানুষের চোয়াল। 

আগে যে হারে মানুষের আক্কেল দাঁত থাকত, এখন সেই সংখ্যাও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে চোয়াল ছোট হয়ে আসায়, জায়গার অভাবেই আর আক্কেল দাঁত গজায় না।  Dental Research Journal-এর পরিসংখ্যান বলছে, ৩৫ শতাংশ নবজাতক শিশুরই আজকাল আক্কেল দাঁত থাকে না। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেটের অধ্যাপক Maciej Henneberg, Jaliya Kumaratilake এই বিবর্তনকে Micro Evolution বলে উল্লেখ করেন। শুধু দাঁতই নয়, সময়ের সঙ্গে মানুষের হাত এবং পায়ের হাড়ও ছোট হতে থাকবে বলে জানিয়েছেন তাঁরা।