Chandra Grahan 2023 Time: লক্ষ্মীপুজোর সময়েই চন্দ্রগ্রহণ? কতক্ষণ অবধি থাকবে সূতককাল?

Chandra Grahan 2023 Time in India:চন্দ্রগ্রহণ প্রধানত ৩ ধরনের হয়ে থাকে। পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ।

Continues below advertisement

কলকাতা: শনিবার উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হবে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Chandra Grahan) হল পৃথিবীর (Earth) অবস্থান যখন চাঁদ (Moon) এবং সূর্যের (Sun) মাঝামাঝিতে হয়, কিন্তু এই তিনটি (চাঁদ, সূর্য এবং পৃথিবী) এক সরলরেখায় অবস্থান করে না। এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণের সময় চন্দ্রপৃষ্ঠের ওপর ছায়া পড়বে। শনিবার চাঁদের অবস্থানের গতিকালে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে না। তবে রোববার (২৯ অক্টোবর) চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে। 

Continues below advertisement

চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা সম্পর্কে সবাই কৌতূহল প্রকাশ করে থাকে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণেরও জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চলতি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ২৮ অক্টোবর গভীর রাতে। ভারতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। 

যখন এক সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে চলে আসে, তখন সূর্যের আলো পৃথিবীর কারণে চাঁদে পৌঁছাতে ব্যর্থ হয়। অর্থাৎ পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না। আর আমরা সবাই জানি চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে। কিন্তু পৃথিবীর বাধার কারণে চাঁদ যখন সূর্যের আলোয় নিজেকে আলোকিত করতে ব্যর্থ হয়, তখন কিছু সময়ের জন্য চাঁদকে অদৃশ্য মনে হয়। এ পর্যায়টিকে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলা হয়।

চন্দ্রগ্রহণ প্রধানত ৩ ধরনের হয়ে থাকে। পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ।

কবে দেখা যাবে দিল্লি, নয়ডা ও পাটনায়?

ভারতে ঘটবে এই চন্দ্রগ্রহণ ২৮/২৯ অক্টোবর সকাল ০১:০৫ মিনিটে শুরু হবে এবং ০২:২৪ পর্যন্ত চলবে। দিল্লি, নয়ডা এবং পটনায় ০১:০৬ থেকে ০২:২২ পর্যন্ত এই গ্রহণ চলবে। সর্বাধিক গ্রহণের সময়, চাঁদের প্রায় ১২ শতাংশ পৃথিবীর পেনাম্ব্রা দ্বারা লুকিয়ে থাকবে। মেষ রাশিতে এই চন্দ্রগ্রহণ ঘটবে। ভারত ছাড়াও এই চন্দ্রগ্রহণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য স্থানেও দেখা যাবে। 

চন্দ্রগ্রহণের সূতক সময়কাল

চন্দ্রগ্রহণের সূতক সময়কাল চন্দ্রগ্রহণ শুরু হওয়ার প্রায় ৯ ঘন্টা আগে শুরু হয় এবং চন্দ্রগ্রহণের শেষের সঙ্গে শেষ হয়। এই সময়ে কোন শুভ কাজ করা হয় না কারণ এই সময়ে কোন শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময়ে কোন প্রকার পূজা করা হয় না। এই গ্রহন ভারতেও দেখা যাবে, তাই এর সূতক কালও ধরা হবে। সমস্ত শহরে ২৮ অক্টোবর দুপুর ০২:৫২ মিনিটে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে।

চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে ঠিক তেমন ভাবেই পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আর এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে।

Continues below advertisement
Sponsored Links by Taboola