কক্ষপথ থেকে ক্যামেরাবন্দি। চাঁদের মাটিতে নেমেছে বিক্রম। আর সেই ছবি ধরা পড়েছে Chandrayaan-2 এর 
Orbiter High-Resolution Camera (OHRC) য়। কক্ষপথ থেকে বিক্রমকে তার বার্তা- 'আমি নজর রাখছি' । সোশ্যাল মিডিয়ায় বার্তা ইসরোর (ISRO) র। গতকালের পর ফের চাঁদের বুকে বিক্রমের কাজের আপডেট শেয়ার করল ISRO। ছবি ভাগ করে নিল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র । 


Chandrayaan-2 এর Orbiter High-Resolution Camera (OHRC) থেকে এই ছবি ধরা পড়েছে। ইসরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছে, এই মুহূর্তে চাঁদের আশেপাশে এর ভাল উচ্চ প্রযুক্তির ক্যামেরা আর নেই। সেই ক্যামেরাই অনবরত নজর রেখে চলেছে বিক্রমের উপর। বুধবার সন্ধে থেকে চন্দ্রপৃষ্ঠে নিজের কাজে ব্যস্ত ল্যান্ডার বিক্রম (Chandrayaan-3 Lander)। 


বৃহস্পতিবার সকালে, ইসরো ট্যুইটে আরও একটি আপডেট শেয়ার করেছিল। সেখানে মহাকাশ গবেষণা কেন্দ্র জানায়, চাঁদের মাটিতে রোভার 'প্রজ্ঞান'-এর (Rover Pragyan) সৌজন্যে একপ্রস্ত হাঁটাহাঁটি করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার সকালে এই খবর দিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে ISRO। আরও আপডেট তাড়াতাড়িই - বলে  টানটান অ্যাডভেঞ্চার ধরে রাখেন ইসরোর বিজ্ঞানীরা। তারপরই শুক্রবার এই আপডেট। যদিও X হ্যান্ডেল থেকে পরে পোস্টটি মুছে দেয় ইসরো। 






বুধবার থেকেই শুরু হয়েছে চন্দ্রদিন অর্থাৎ চাঁদের দিন। এই সময় চাঁদের এই প্রান্তে পড়ছে সূর্যের হালকা আলো। সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসেবে মাত্র ১৪ দিন। চাঁদের নিরিখে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান-৩।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO প্রতি মুহূর্তে ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞানে’র উপর নজরদারি চালাচ্ছে (Chandrayaan 3 Landing)। তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে ISRO-কে সাহায্য করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সিও (ESA). তবে এই নজরদারি মাত্র দু’সপ্তাহের জন্য সীমিত নয়। তার পরেও চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’কে ব্যবহার করবে ISRO.

ল্যান্ডার বিক্রমে মোট ৭টি পে-লোড রয়েছে। চন্দ্রযান-৩ অভিযানে প্রতিটি পে-লোডের ভূমিকা অপরিসীম। এই প্রতিটি পে-লোড প্রথমে সিগন্যাল পাঠাবে রিলে স্যাটেলাইটে। এই রিলে স্যাটেলাইট সেই সিগন্যালগুলিকে ডিকোড করবে তারপর সেগুলি পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমের কাছে। আরও সরলীকরণ করে বললে, এই প্রোপালশন মডিউল বর্তমানে 'সেতু'র কাজ করবে ল্যান্ডার এবং ইসরোর যোগাযোগ মাধ্যম হিসেবে।