কলকাতা: চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। বিক্রম ল্যান্ডার (Vikram Lander) গভীর রাতে অর্থাৎ রবিবার (২০ আগস্ট) ভোর ২টো থেকে ৩টের মধ্যে চাঁদের অনেকটাই কাছে পৌঁছে যায়। এখন চাঁদ থেকে বিক্রম মাত্র ২৫ কিলোমিটার দূরে। এর আগে এটি 113 কিমি x 157 কিমি কক্ষপথে ছিল।                                               


দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন (গতি কমানোর প্রক্রিয়া) কক্ষপথকে 25 কিমি x 134 কিমিতে কমিয়ে দিয়েছে অর্থাৎ এখন চন্দ্র পৃষ্ঠ থেকে বিক্রম ল্যান্ডারের দূরত্ব মাত্র ২৫ কিমি। এখন ল্যান্ডারের সফল অবতরণের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। অবতরণের আগে, মডিউলটির অভ্যন্তরীণ পরীক্ষা করতে হবে এবং নির্ধারিত অবতরণ স্থানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হবে ইসরোকে। 




ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারের সফলভাবে ডিবুস্টিং কৌশলটি সম্পন্ন করে এটিকে চাঁদের কাছাকাছি কক্ষপথে নিয়ে আসে। ইসরো জানিয়েছে, বিক্রম ল্যান্ডারের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি মহাকাশযানটিকে ২৩ আগস্টের জন্য নির্ধারিত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে তার পরিকল্পিত সফট ল্যান্ডিং করার দিকে এগিয়ে দিয়েছে বেশ কিছুটা।        


আরও পড়ুন, চন্দ্রযানের সঙ্গে টক্কর, চাঁদের 'অদেখা' দিকের ছবি প্রকাশ রাশিয়ান যান লুনার


এর আগে ল্যান্ডার ইমেজার (L-1)-এ ধরা পড়েছে চন্দ্রপৃষ্ঠের দুরন্ত ছবি। পর পর দুটি ভিডিও পোস্ট করে ইসরো। এর মধ্যে প্রথমটি ১৫ আগস্টের। সেখানে চাঁদের অন্ধকার দিকটি উঠে এসেছে। এই দিকেই অবতরণের লক্ষ্য রয়েছে চন্দ্রযান-৩-এর। আর দ্বিতীয় ভিডিওটি তোলা  ১৭ আগস্ট। সদ্য প্রোপালশান মডিউল থেকে আলাদা হওয়ার পরই ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় যে ভাবে চাঁদের ছবি ধরা পড়ে, তারই ভিডিও এটি। এতে চাঁদের 'ফার সাইড'-এ যে 'লুনার ইমপ্যাক্ট ক্রেটার' রয়েছে, সেগুলির ছবি উঠে আসে।


অন্যদিকে, এদিকে বিক্রমকে টক্কর দিতে রাশিয়ার (Russia) চন্দ্রযান লুনাও (Chandrayaan Luna) এবার চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি ক্রেটার (গর্ত) জিম্যান। পৃথিবী থেকে চাঁদের যে পৃষ্ঠটি দেখা যায় না, সেইখানে অবস্থান এই ক্রেটারের। চাঁদের এই 'ডার্ক সাইড'টির অদেখা ছবি সামনে আনল রাশিয়ান নভোযান।