নয়া দিল্লি: শুক্রবারই ইসরো (ISRO) জানিয়েছে প্রোপালশন মডিউল থেকে বিছিন্ন হয়ে 'সুস্থ শরীরে' রয়েছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। সেখান থেকে তার চোখে দেখা চাঁদের (Moon) ছবি শেয়ার করেছে সে। এদিকে বিক্রমকে টক্কর দিতে রাশিয়ার (Russia) চন্দ্রযান লুনাও (Chandrayaan Luna) এবার চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছে।                                                                                               


ছবিতে দেখা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি ক্রেটার (গর্ত) জিম্যান। পৃথিবী থেকে চাঁদের যে পৃষ্ঠটি দেখা যায় না, সেইখানে অবস্থান এই ক্রেটারের। চাঁদের এই 'ডার্ক সাইড'টির অদেখা ছবি সামনে আনল রাশিয়ান নভোযান। পৃথিবীর সঙ্গে একই সময়ে ঘূর্ণন গতি থাকায়, চাঁদের একটি পিঠই পৃথিবী থেকে দেখা যায়। অপরদিকটি কার্যত 'অন্ধকারেই' থাকে।                                       


রাশিয়ার এই ছবিটি প্রকাশিত হওয়ার পরই বিশ্বজুড়ে গবেষকদের মধ্যে চাঁদ নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। 


চন্দ্রযানের মতো চাঁদের কক্ষপথে পৌঁছেছে রাশিয়ার (Russia) নভোযান লুনা-২৫। ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে সেটিরও। ১১ অগাস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ৪৭ বছর পর চন্দ্র অভিযান করল রাশিয়া। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করেছে যা লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে ঘূর্ণন শেষ করে ২১ অগাস্ট এবং ২৩ অগাস্টের মধ্যে সফট ল্যান্ডিং করার কথা রয়েছে লুনার।  


আরও পড়ুন, বিক্রমের চোখে একদম কাছ থেকে কীভাবে ধরা দিল চাঁদ, দেখে নিন প্রথম সে ছবি


ছবি দেখে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, সমতল পৃষ্ঠ থেকে ৮ কিমি উপরে খাদের উচ্চতা। এই চিত্রগুলি চন্দ্র-গবেষকদের আগ্র তৈরি করেছে। এই ছবিগুলি চন্দ্রপৃষ্ঠের মূল্যবান ভূতাত্ত্বিক তথ্য সরবরাহ করতে পারে বলে মনে করছেন তাঁরা। এই চিত্র মহাকাশ বিজ্ঞানীদের মনে করিয়ে দেয় ১৯৫৯ সালে লুনা-৩ মহাকাশযানের পাঠানোর চাঁদের দূরবর্তী অংশের প্রথম ছবির কথা।