নয়া দিল্লি: চাঁদের দেশে ঢুকে পড়ল চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। শনিবার সন্ধে ৭ নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম।
চাঁদের কক্ষপক্ষে ঢুকে পড়ার আগে, চন্দ্রযানের বয়ানে এক্স হ্যান্ডলে জানিয়েছে ইসরো। লিখেছে- 'হ্যালো, আমি চন্দ্রযান-৩। বিশেষ একটি আপডেট নিয়ে এসেছি। আমি সবাইকে জানাতে চাই, এখনও পর্যন্ত আমার যাত্রাপথ খুবই উপভোগ্য। আমি কোথায় রয়েছি, কী করছি, তা জানতে চোখ রাখুন।'
কারণ, পৃথিবীর টান কাটিয়ে এবার চাঁদের দুয়ারে চন্দ্রযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, পৃথিবী থেকে চাঁদের দূরত্বের দুই তৃতীয়াংশ পথ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে মহাকাশযান। ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩।
শনিবার, চাঁদের মাটিতে প্রথম পা রাখা মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন। সেই দিনেই চাঁদের দেশে ঢুকে পড়ল চন্দ্রযান। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর একের পর এক কঠিন ধাপ পার করেছে সে।
আরও পড়ুন, প্রতি ২০ মিনিট অন্তর চমকাচ্ছে আলো, কীসের সঙ্কেত? কারা পাঠাচ্ছে?
এবার পরবর্তী স্টেশন চাঁদ। আগামী ১৭ অগাস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার। সবকিছু ঠিক থাকলে, আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম । ইসরোর কাছে কঠিন চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ কে অবতরণ করানো। তার জন্য অবতরণের আগে ল্যান্ডিং সাইটে ছবি তুলে সেফ জোন বাছবেন ইসরোর বিজ্ঞানীরা। এমন এলাকা বাছা হবে, যেখানে অবতরণের ঝুঁকি সবচেয়ে কম।
এর আগের অভিযানে অবতরণের সময়ই দুর্ঘটনার কবলে পড়েছিল চন্দ্রযান-২। এবার যাতে আর কোনও বিপত্তি না হয়, তার জন্য সতর্ক ইসরো।
বেঙ্গালুরুতে ISRO-র মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে চাঁদের গতিপথে নজর রাখা হচ্ছে। ISRO-র টেলিমিট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়র্ক (ISTRACK) তার তত্ত্বাবধানে রয়েছে। সেখানেই বার্তা এসে পৌঁছেছে চন্দ্রযান-৩ থেকে। (Lunar Orbit) । চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে চন্দ্রযান-৩, ততই গতি কমিয়ে আনা হবে তার। তার পর ধীরে সুস্থে, পালকের মতো চাঁদের বুকে অবতরণ করানো হবে।