কেপ টাউন: মহাকাশ গবেষণায় রেকর্ড গড়ার মুখে দেশ। মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী (PM Narenrda Modi) হাজির থাকবেন না? 'ব্রিকস' (BRICS SUMMIT 2023) শীর্ষবৈঠক উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় থাকতে হলেও চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3 Mission) সফট ল্যান্ডিংয়ের সময় 'ভার্চুয়ালি' উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি, খবর সরকারি সূত্রে।

  


চন্দ্রযান-২, মোদি ও কে শিবন...
প্রধানমন্ত্রীর তরফে ইসরোর চন্দ্রাভিযানের সাক্ষী হতে চাওয়া এই প্রথম নয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বরের স্মৃতি এখনও হয়তো অনেকের মনে দিনের আলোর মতো স্পষ্ট। চন্দ্রযান-২-এর 'টাচডাউন' দেখবেন বলে সে বার বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু বেশ কিছুক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর জানা যায়, চন্দ্রযান-২-এর ল্যান্ডার 'বিক্রম' চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে। চোখের সামনে চন্দ্রাভিযানের একাংশ এই ভাবে ব্যর্থ হতে দেখে আবেগ সামলাতে পারেননি ইসরোর তৎকালীন প্রধান কে শিবন। সকলের সামনে ভেঙে পড়েন। তাঁকে সামলাতে এগিয়ে এসেছিলেন মোদি-ই। প্রধানমন্ত্রী-বিজ্ঞানীকে একসঙ্গে এক অদ্ভুত ফ্রেমে দেখেছিলেন দেশবাসী। শুধু আশ্বাস নয়, ৩০ মিনিট ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে বার্তাও দেন প্রধানমন্ত্রী। বলেন, 'আমাদের চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আজ থেকে আরও শক্তিশালী হয়ে গেল। সেরা সময় এবার আসবে।' আগামীকাল সেই সময়ই আসতে চলেছে, এবার কার্যত নিশ্চিত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। একপ্রকার 'ফুল প্রুফ' পরিকল্পনা করা হয়েছে, এমন দাবিও শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত ঠিক যতটা নিখুঁত ভাবে চন্দ্রযান-৩ এগিয়েছে, সেভাবেই, আগামীকাল পর্যন্ত এগোতে পারলে চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো নেমে আসার ভাবনা বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমেরিকা, চিন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর  চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ে সফল দেশের তালিকায় চতুর্থ হিসেবে নাম তুলে ফেলবে ভারত। এমন মাহেন্দ্রক্ষণে হাজির থাকতে চান প্রধানমন্ত্রী। প্রায় চার বছর আগে যা অধরা থেকে গিয়েছিল, সেটা এবার ছুঁয়ে ফেলতে চলেছে ভারত। 'ভার্চুয়ালি' সেই মুহূর্তে সামিল হতে চান তিনিও।


ছবি পোস্ট..
এদিকে এদিন সন্ধ্যায়ও চন্দ্রযান-৩-এর  Lander Imager Camera 4-য় তোলা চাঁদের ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেয় ইসরো। সেখানে কী রকম দেখাচ্ছে চাঁদকে? কারণ, অসমান, রুক্ষ্ম, এবড়ো-খেবড়ো সেই জমির সঙ্গে কল্পনার চাঁদের মিল খুঁজে পাওয়া কঠিন। একনজর দেখলে বরং অজানার শিহরণ জাগবে। ছবিটা অবশ্য আজকের নয়। গত ২০ অগাস্ট তুলেছিল Lander Imager Camera 4। আজ তা X হ্যান্ডেলে পোস্ট করে ইসরো।


আরও পড়ুন:বিধানসভায় আচমকা অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক, ভর্তি করা হল বেলভিউ হাসপাতালে