ভারতীয় সময় ঠিক ৬ টা বেজে ৩ মিনিট। চাঁদের মাটিকে ধীরগতিতে স্পর্শ করে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3) । তৈরি করে এক ইতিহাস। ঠিক সেই সময়, এই গ্রহে, এই উপমহাদেশে যখন হাততালির ঢেউ, উচ্ছ্বাসের বন্যা, ঠিক তখন কী কী ঘটে যাচ্ছিল চন্দ্রপৃষ্ঠে। 

চাঁদের মাটি ছোঁয়ার পর, ল্যান্ডার 'বিক্রম' (Vikram Lander) পৃথিবীতে বার্তা পাঠায়, 'ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও'।  লম্বা জার্নির পর চাঁদের মাটিতে কিছুক্ষণ জিরিয়ে নেয় ল্যান্ডার বিক্রম। তারপরই খুলে যায় তার দরজা। ল্যান্ডার 'বিক্রমের পেটের ভিতর থেকে চন্দ্রভূমে নেমে পড়ে রোভার 'প্রজ্ঞান'। এই প্রজ্ঞানই (Pragyan) এখন চাঁদের বুকে নিজের কাজ করবে আর ইসরোকে নির্দিষ্ট সময়ান্তর বার্তা দেবে।  

ঠিক কীভাবে ল্যান্ডার বিক্রমের থেকে নেমে এসেছিল প্রজ্ঞান? সেই ছবিও এবার এল সামনে। কীভাবে গড়গড় করে বিক্রম থেকে নেমে পড়ল প্রজ্ঞান, তারপর চাঁদের বুকে শুরু করল হাঁটাহাঁটি। সেই ছবি প্রকাশ্যে এনেছে আজ ইসরো। ল্যান্ডার ইমেজার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তাছাড়াও মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চন্দ্রযান প্রত্যাশামতোই কাজ করছে। 






এছাড়াও চাঁদের বাড়ির দরজায় কড়া নাড়ার সময় কেমন দেখতে লাগছিল তাকে ? বিরাট বিরাট নানা মাপের গর্তে ভরা চন্দ্রভূমের ছবি পাঠিয়েছে ল্যান্ডার, তা বৃহস্পতিবার শেয়ার করে ইসরো।






ISRO জানাচ্ছে, রোভারের তিনটি পে-লোড ILSA, RAMBHA and ChaSTE কে সক্রিয় করা হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা গিয়েছে, RAMBHA-LP চন্দ্রপৃষ্ঠের প্লাজমার ঘনত্ব এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন পরিমাপ করবে। Chandra’s Surface Thermophysical Experiment বা ChaSTE চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি তাপমাত্রাগত বৈশিষ্ট্যের পরিমাপ করবে, এবং Instrument for Lunar Seismic Activity বা ILSA অবতরণ স্থানের চারপাশে কম্পন পরিমাপ এবং চাঁদের মাটি ও আবরণের গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এছাড়া ইসরোর তরফে জানানো হয়েছে, রোভার চাঁদের বুকে ঘুরে-বেড়িয়ে কাজ করে চলেছে। SHAPE payload র কাজ শুরু করে দেওয়া হয়েছে রবিবারই।


চার বছর আগে যে পর্যায়ে এসে আটকে গিয়েছিল চন্দ্রাভিযান, এবার সেই পর্যায় অনায়াসে পেরিয়ে মহাকাশ গবেষণায় মাইলফলক গড়ে ফেলেছে ভারত। বুধবার আবেগে ভেসে যায় গোটা দেশ।  শুক্রবার বিদেশ সফর শেষ করে দেশে ফিরেই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।