নয়া দিল্লি: কেটেছে চাঁদের (Moon) রাত্রিকাল। চন্দ্রাকাশ ভরে উঠেছে সূর্যের আলোয়। সেই আলোতেই ঘুম ভাঙার কথা রয়েছে ল্যান্ডার বিক্রম (Vikram Lander) এবং রোভার প্রজ্ঞানের (Pragyan Rover)। কিন্তু এখনও সাড়া নেই তাদের। নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। তবে কি ঘুম ভাঙেনি তাদের? কবে ভাঙবে? সেই প্রশ্নই উঠছে বিজ্ঞানপ্রেমীদের মনে।
চন্দ্রযান-৩ মিশনের এই পর্যায়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরোর তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও সিগন্যাল এসে পৌঁছয়নি বিক্রম এবং ল্যান্ডার থেকে।
ভারতীয় মহাকাশ সংস্থাকে হয়তো আরও ১৪ দিন অপেক্ষা করতে হতে পারে চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। ৬ অক্টোবর ফের চাঁদের বুকে রাত্রিকাল কেটে ফের সূর্যের আলো ফুটবে, সেই সময় হয়তো জেগে উঠতে পারে চন্দ্রযান-৩। ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন কবে চন্দ্রযান-৩ যন্ত্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে তা নিশ্চিত নয়। তারা বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে তাদের জেগে ওঠার অবস্থা নিশ্চিত করার জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত, তাদের কাছ থেকে কোন সংকেত পাওয়া যায়নি।
যদিও মহাকাশ সংস্থা যোগাযোগ স্থাপনের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
কেন চন্দ্রযান-৩ ঘুমিয়ে পড়ল?
২৩ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদে পরীক্ষা চালানোর পর, চন্দ্রযান-৩ এর রোভার এবং ল্যান্ডার মডিউলগুলিকে চাঁদের দক্ষিণ মেরুতে অত্যন্ত হিমশীতল বায়ুমণ্ডল থেকে বাঁচার জন্য ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল।
কীভাবে জাগিয়ে তোলার কাজটি করা হবে?
ইসরোর তরফে সংবাদসংস্থা এএনআইকে জানান হয়েছে, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার এখন প্রায় দুই সপ্তাহ ধরে গভীর ঘুমে রয়েছে। রাত্রিকাল কেটে যেতেই সৌর তাপ যন্ত্রগুলিকে উষ্ণ করবে এবং ব্যাটারিগুলিকে রিচার্জ করবে৷ যদি এই শর্ত সফলভাবে পূরণ করা হয়, তবে সিস্টেমটি আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, সূর্যের গা ঘেঁষে উড়ান, সৌর বিস্ফোরণ মাথায় নিয়েও অক্ষত NASA-র মহাকাশযান, সামনে এল ছবি-ভিডিও