নয়াদিল্লি: গর্ভাবস্থায় মায়ের কোভিড হলে, মারাত্মক বিপদ হতে পারে শিশুর। করোনা কালে জন্ম নেওয়া শিশুদের নিয়ে গবেষণার পর এমনই তথ্য হাতে পেলেন বিজ্ঞানীরা। গর্ভাবস্থায় মায়ের কোভিড হলে সরাসরি শিশুর মস্তিষ্কে প্রভাব পড়ে বলে মিলল ইঙ্গিত। Obstetrics and Gynecology জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। (COVID During Pregnancy)
আমেরিকার বস্টনের অন্যতম শীর্ষ গবেষণা সংস্থা Mass General Brigham-এর গবেষকরা এই তথ্য হাতে পেয়েছেন। তাঁদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় কোনও মহিলা যদি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হন, শুধুমাত্র তাঁর শরীরের উপরই প্রভাব পড়ে না, শিশুর মস্তিষ্কের গঠনও প্রভাবিত হয়। (Medical Science News)
কোভিডের দরুণ অতিমারি দেখা দিলে, প্রথম বছরে যত শিশু জন্মেছিল, তার মধ্যে ১৮ হাজারের বেশি শিশুকে নিয়ে গবেষণা চালানো হয়। দেখা গিয়েছে, গর্ভাবস্থায় কোভিড হয়নি এমন মায়েদের তুলনায়, গর্ভাবস্থায় কোভিডে ভোগা মায়ের কোলে জন্ম নেওয়া সন্তানের মধ্যে নিউরোডেভলপমেন্ট ডিজঅর্ডারের সম্ভাবনা এক তৃতীয়াংশ বেশি। এই সব শিশুদের মধ্যে তিন বছর বয়স পর্যন্ত অটিজ়মের ঝুঁকি বেশি ছিল।
গবেষকরা জানিয়েছেন, ওই সব শিশুরা দেরিতে কথা বলতে শেখে তারা এবং মোটর কোঅর্ডিনেশনের সমস্যাও দেখা দেয় তাদের মধ্যে। অর্থাৎ শরীরের বিভিনন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সমন্বয়ের অভাব। হাঁটা বা দৌড়নোর সময় ভারসাম্য ধরে রাখতে সমস্যা হওয়া, জিনিসপত্র ধরতে বা লেখার সময় হা কাঁপা, জুতোর ফিতে বাঁধা এবং অন্য খুঁটিনাটি কাজ করতে সমস্যার সম্মুখীন হওয়ার মতো সমস্যা।
Neurodevelopmental Outcomes of 3-year Children exposed to maternal severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2) Infection in utero নামে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। গবেষণা চালাতে গিয়ে ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত মা হওয়া ১৮ হাজার ১২৪ মহিলা ও তাঁদের শিশুদের সঙ্গে যোগাযোগ করেন গবেষকরা। দেখা যায়, তাঁদের মধ্যে ৮৬১ জন মহিলা গর্ভাবস্থায় কোভিডে আক্রান্ত হন। তিন বছর বয়স পর্যন্ত ওই সব শিশুর ১৬.৩ শতাংশের মধ্যে নিউরোডেভলপমেন্টাল সমস্যা ধরা পড়ে। গর্ভাবস্থায় কোভিড হয়নি, এমন মায়েদের সন্তানদের ক্ষেত্রে এই হার ৯,৭ শতাংশ। বয়স, কোমর্বিডিটি-সহ ভিন্ন ভিন্ন কারণ খতিয়ে দেখার পর বেরোয়, কোভিড আক্রান্ত মায়ের কোলে জন্ম নেওয়া শিশুর মধ্যে নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডারের সম্ভাবনা ২৯ শতাংশ।
কোভিড আক্রান্ত মায়ের কোলে জন্মানো শিশুদের মধ্যে আবার, কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানদের মধ্যেই রোগের ঝুঁকি বেশি বলে দেখা গিয়েছে। বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ ওই সময় শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে। গবেষক অ্যান্ড্রিয়া এডলো জানিয়েছেন, গর্ভাবস্থায় কোভিডের মতো সংক্রমণ শুধুমাত্র মায়ের জন্যই নয়, ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্যও ঝুঁকিপূর্ণ। আবার, পশুদের মধ্যে পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, গর্ভাবস্থায় মায়ের সংক্রমণ হলে, তাতে শরীর যেভাবে সাড়া দেয়, ভ্রূণের মস্তিষ্কে তার প্রভাব পড়ে। তবে ঝুঁকি থাকলেও, তা বেশ কম বলে মনে করছেন গবেষক রয় পেরিলস। তাঁর মতে, সংক্রমণের জেরে ঝুঁকি বেড়ে গেলেও, সামগ্রিক ভাবে সম্ভাবনা কমই। বিশেষ করে গোড়ার দিকে বিষয়টি বোঝা গেলে কোনও সমস্যা হয় না।
শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জা, রুবেলা, জিকা ভাইরাসের ক্ষেত্রেও ঝুঁকি থাকে সন্তানের। তবে যে সমস্ত মহিলাদের নিয়ে এই গবেষণা চালানো হয়েছে, অতিমারির প্রথম বছরে তাঁরা টিকা পাননি। ফলে সংক্রমণের প্রভাব পৃথক ভাবে বিশ্লেষণ করে দেখার সুযোগ পেয়েছেন গবেষকরা। তাই গর্ভাবস্থায় টিকা প্রয়োগের উপর জোর দিচ্ছেন গবেষকরা। গবেষক এডলোর মতে, “বর্তমান সময়ে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন টিকা, কোভিড টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।” গর্ভাবস্থায় মায়ের কোভিড হলেই শিশুর মস্তিষ্কের উপর প্রভাব পড়বে এমন নয়, বরং কী করে তা এড়ানো সম্ভব, সেই পথই দেখানো হয়েছে বলে দাবি গবেষকদের। মা-বাবাকে সতর্ক থাকতে আবেদন জানিয়েছেন গবেষক লিডিয়া শুক। শিশুর বৃদ্ধি নিয়ে মা-বাবার সতর্ক থাকা উচিত বলে মত তাঁর।