কলকাতা: বায়ুদূষণের কারণে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়, তা ইতিমধ্যেই প্রমাণিত। ক্ষতি এড়াতে পারে না চোখ এবং ত্বকও, এমনটা বলে থাকেন বিশেষজ্ঞরা। এবার আরও একটি ক্ষতির আশঙ্কা সামনে আনল নতুন একটি সমীক্ষা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি গবেষণায় দেখা গিয়েছে, বায়ু দূষণ যত বাড়তে থাকে, একটি নির্দিষ্ট বয়সসীমায় থাকায় নারীদের (postmenopausal women) হাড়ের ক্ষয় তত বেশি বাড়তে থাকে। বাতাসে নাইট্রাস অক্সাইড (Nitrous Oxides)-এর উপস্থিতির কারণেই হাড়ের ক্ষয় দ্রুত হারে হতে থাকে, অনেকসময়ে তা স্বাভাবিক সময়ে যে ক্ষয় হয়, তার দ্বিগুণ হারে হয়ে থাকে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ (Columbia University Mailman School of Public Health)-এর একটি গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে। 


এর আগে একটি গবেষণা হয়েছিল, তাতে এক একটি দূষক পদার্থ কী প্রভাব ফেলছে তা দেখা হয়েছিল। দূষণের কারণে বয়স্কদের মধ্যে হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিসের সমস্যা হয়, সেই বিষয়টি তুলে ধরা হয়েছিল।


এবারের গবেষণা e-clinicl medicine- নামক জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বায়ুদূষণ এবং হাড়ের গুণমান (bone mineral density)-এর মধ্যে ব্যাস্তানুপাতিক সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। একটি অপরটির উপর কীভাবে প্রভাব ফেলে তা বলা হয়েছে।


কোন তথ্যের উপর গবেষণা:
Women’s Health Initiative study-এর থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণা হয়েছে। দেড় লক্ষেরও বেশি মহিলাদের (postmenopausal women) তথ্য় নিয়ে এই গবেষণা হয়েছে। বিভিন্ন জনগোষ্ঠী থেকে প্রতিনিধিত্ব রয়েছে তাতে।


যাঁদের উপর সমীক্ষা হয়েছে, তাঁদের বাড়ির ঠিকানা নেওয়া হয়েছে। তারপর সেই এলাকায় কিছু দূষকের উপস্থিতির মান দেখা হয়েছে। মূলত PM10, NO, NO2, SO2-এর উপস্থিতির মান দেখা হয়েছে। গবেষকরা ওই মহিলাদের bone mineral density-বেশ কয়েকবার পরীক্ষা করেছেন। সমীক্ষা শুরুর সময় একবার, তারপরে একবছরের মাথায়, তারপর তিন বছরের মাথায়, তারপর ৬ বছরের মাথায়। তাতেই দেখা গিয়েছে, নাইট্রোজেন অক্সাইড (NO)-এর উপস্থিতির কারণে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় সাধারণ গতির তুলনায় দ্বিগুণ হারে হচ্ছে। 


কেন এমন হচ্ছে?
বিজ্ঞানীরা মনে করছেন, অক্সিডেটিভ ক্ষতিস এবং আরও নানা কারণে হাড়ের কোষের মৃত্যু হচ্ছে, সেই কারণেই ক্রমশ ক্ষয়ে যাচ্ছে হাড়।


এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকছেন Postmenopausal women. তাঁদের অনেকেই অস্টিওপোরোসিসের শিকার হচ্ছেন, দ্রুত হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন, বলছেন বিজ্ঞানীরা।


আরও পড়ুন: পাথরে 'ঢেউয়ের দাগ'! মঙ্গলে কি মিলল জলের খোঁজ?