নয়াদিল্লি: সিনেমার পর্দায় মানুষ বনাম রোবটের সংঘর্ষ দেখা গিয়েছে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে কল্পনা ও বাস্তবের মধ্যেকার ফারাক ঘুচে যাচ্ছে। এর সেই ফারাক মুছে দেওয়ার ক্ষেত্র একেবারে অগ্রণী ভূমিকা পালন করছে চিন। এবার মানুষের আদলে তৈরি রোবটকে ম্যারাথনে দৌড়নো করাল তারা। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ম্যারাথনে দৌড়ল ২১টি রোবট। (China Robot Marathon)
চিনের রাজধানী বেজিংয়ে ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথনের আয়োজন হয় শনিবার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণাকেন্দ্র এবং প্রযুক্তি সংস্থার টিম ওই ম্যারাথনে অংশ নেয়। সেই সঙ্গে অংশগ্রহণ করে DroidBVP, Noetix Robotics-এর মতো সংস্থার মোট ২১টি রোবট। (Viral Video)
মানুষের আদলে তৈরি রোবটগুলির কোনওটির উচ্চতা ছিল ৩.৯ ফুট, কোনওটির আবার ৫.৯ ফুট। এমনকি নারীশরীরের আদলে তৈরি রোবটও দৌড়ে শামিল হয়। সে আবার হাসতে, চোখ টিপতেও সক্ষম ছিল। আর সেই ম্যারাথনকে ঘিরেই সবমিলিয়ে বেনজির দৃশ্য়ের সাক্ষী হল গোটা পৃথিবী।
এই ম্যারাথনের জন্য গত কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিল চিনের প্রযুক্তি সংস্থাগুলি। দৌড় চলাকালীন হে সিশু নামের এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “রোবটগুলি ভাল দৌড়চ্ছে। একেবারে স্থিতিশীল। রোবট প্রযুক্তি এবং AI-এর দুনিয়ায় বিবর্তন দেখতে পাচ্ছি আমি।” দৌড়ের সময় রোবটগুলিকে সাহায্যের জন্য উপস্থিত ছিল তাদের প্রশিক্ষকরাও।
শুধু তাই নয়, কিছু রোবটকে পায়ে জুতো পরেও দৌড়তে দেখা গেল ম্যারাথনে। কারও হাতে ছিল বক্সিং গ্লাভস। একজনের মাথায় ছিল হেডব্যান্ড, তাতে চিনা ভাষায় লেখা ছিল, ‘Bound to Win’.
শনিবারের এই ম্যারাথন প্রযুক্তি ও সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে রইল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগেও দৌড়ে শমিল হয়েছে রোবটের দল। কিন্তু এই প্রথম সরাসরি মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দৌড়ে অংশ নিল রোবটগুলি।
রোবটদের দৌড়ে শামিল করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। মানুষের আদলে তৈরি, দ্বিপদ এবং ০.৫ থেকে ২ মিটার পর্যন্ত উচ্চতাসম্পন্ন রোবটরাই দৌড়ে অংশ নিতে পারে। চাকা বসানো রোবট, দুইয়ের বেশি পা যুক্ত রোবটরা অংশ নিতে পারে না। শনিবারের দৌড়ে স্বয়ংক্রিয় এবং রিমোটচালিত, দুই ধরনের রোবটদেরই অংশ নিতে দেওয়া হয়। দৌড়তে গিয়ে সমস্যাতেও পড়ে রোবটগুলি। বেশ কয়েকটি রোবট কিছু দূর দৌড়নোর পর থেকেই পড়ে যেতে শুরু করে। সঙ্গে থাকা প্রশিক্ষক ফের তুলে দাঁড় করান রোবটগুলিকে। অনেককে আবার মাঝপথে দাঁড়িয়ে ব্যাটারিও পাল্টাতে হয়।
বেজিংয়ের ওই ম্যারাথনে শনিবার জয়ী গয়েছে Tiangong Ultra নামের একটি রোবট। সেটি Beijing Innovation Center of Human Robotics-এর তৈরি। সেটি ২ ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করে। দৌড় চলাকালীন ওই রোবটটির ব্যাটারি তিন বার পাল্টাতে হয়। পুরুষদের মধ্যে থেকে একজন দৌড় শেষ করেন ১ ঘণ্টা ২ মিনিটে। বিজয়ীদের যথাক্রমে ৬৯৭, ৫৫৮, ৪১৮ ডলারের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি, সৃজনশীলতা এবং শক্তির নিরিখেও বিশেষ পুরস্কার ছিল।