নয়াদিল্লি: সাবধানের মার নেই, বলে গিয়েছেন গুণীজনেরা। সেই নীতি মেনেই নয়া সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. মহাকাশে দুই কৃত্রিম উপগ্রহ নোঙর করে ইতিহাস রচনা করল তারা। রাশিয়া, আমেরিকা এবং চিনের পর চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য পেল ভারত। চতুর্থবারের চেষ্টায় সাফল্য পেলেন ISRO-র বিজ্ঞানীরা। (ISRO Docks SpaDeX Satellites)

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় সাফল্যের ঘোষণা করে ISRO. সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'নোঙর সফল। সফল ভাবে মহাকাশযান নোঙর করা গিয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। SpaDeX নোঙর প্রক্রিয়া সম্পর্কে বিশদ জেনে নিন। ১৫ থেকে তিন মিটার দূরত্বে এনে শুরু হয় প্রক্রিয়া। নির্ভুল পদ্ধতিতে নোঙর সফল হয়। সবকিছু মসৃণভাবেই মিটেছে। সবকিছু স্থিতিশীল'। (ISRO SpaDeX Mission)

গত ৩০ ডিসেম্বর SpaDeX নামে মহাকাশে কৃত্রিম উপগ্রহ নোঙর অভিযানের সূচনা ঘটে।  এই অভিযানের আওতায় দু'টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ISRO, SDX01 (Chaser) এবং SDX02 (Target). দু'টির ওজন ২২০ কেজি করে। PSLV-C60 থেকে সেগুলির উৎক্ষেপণ হয়। চাঁদের মাটি পৃথিবীতে বয়ে আনা, চাঁদের মাটিতে মানুষ নামানো, মহাকাশে জ্বালানি, রসদ সরবরাহে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কিন্তু মহাকাশযান নোঙর করা একটি দুঃসাধ্য কাজ। এর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় ডকিং সিস্টেমই ব্যবহার করে ISRO. এর আগে মোট চার বার নোঙরের চেষ্টা হয়। গত ১২ ডিসেম্বর ৩ মিটার দূরত্ব থেকেই পিছু হটে দুই কৃত্রিম উপগ্রহ। খুব কাছাকাছি পৌঁছে গেলেও, নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। ISRO জানায়, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখে ফের দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করার চেষ্টা চলবে। সেই কাজেই সাফল্য মিলল এবার।

মহাকাশ বিজয়ের লক্ষ্যে এই মুহূর্তে সক্রিয় বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলি। পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে যেমন, তেমনই সৃষ্টিতত্ত্বের অনুধাবন, সম্ভাব্য বিপদের পূর্বাভাস প্রাপ্তি এবং মহাজাগতিক সম্পদকে পৃথিবীর কাজে লাগানোর চেষ্টা চলছে পাশাপাশি। কিন্তু মহাকাশ অভিযান মোটেই সহজ নয়। তাই বিপদে পড়লে দুই মহাকাশযান যাতে সংযুক্ত হতে পারে, বিদ্যুৎ, জ্বালানির আদানপ্রদান করতে পারে, একটি থেকে যাতে অন্যটিকে নিয়ন্ত্রণ করা যায়, তার ব্যবস্থা থাকাও জরুরি। তাই এই নোঙর অভিযান।

এই অভিযানের সাফল্যে ISRO-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমাদের ISRO-র বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত সকলকে সফল নোঙর অভিযানের জন্য অভিনন্দন। ভারতের ভবিষ্যৎ অভিযানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ'।