নয়াদিল্লি: নয় নয় করে দু'মাস ধরে আটকে মহাকাশে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা-চরিত্র চলছে। এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে সুনীতা এবং ব্যারির ফেরার দিন জানাতে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তবে সুনীতা এবং ব্যারিকে ফেরাতে ইলন মাস্কের সংস্থা SpaceX-এর সাহায্য নেওয়া হতে পারে বলে খবর। সুনীতাকে ফেরাতে ভারতও কি কোনও ভাবে সাহায্য করতে পারে? প্রশ্নের উত্তর দিলেন ISRO প্রধান এস সোমনাথ। (Sunita Williams)


সুনীতা এবং ব্যারির পৃথিবীতে ফেরা নিয়ে উদ্বেগ, আশঙ্কা দেখা দিয়েছে। একটু এদিক ওদিক হলেই মারাত্মক কিছু ঘটে যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। NASA-র তরফেও সন্তর্পণে এগনো হচ্ছে। সেই আবহেই একটি সাক্ষাৎকারে সুনীতা এবং ব্যারিকে নিয়ে মুখ খুললেন ISRO প্রধান। সুনীতা এবং ব্যারিকে ফেরাতে ISRO কোনও ভাবে NASA-কে সাহায্য করতে পারে কি না, জানতে চাওয়া হয় তাঁর কাছে। (S Somanath)


প্রশ্নের জবাবে সোমনাথ বলেন, "দুর্ভাগ্যের বিষয়, এই মুহূর্তে ভারতের পক্ষে সাহায্য করা সম্ভব নয়। মহাকাশযান পাঠিয়ে সুনীতারে উদ্ধার করার ক্ষমতা আমাদের নেই এই মুহূর্তে। এ ব্যাপারে যা করার, তা আমেরিকা অথবা রাশিয়াই করতে পারে। আমেরিকার কাছে Crew Dragon যান রয়েছে, রাশিয়ার কাছে রয়েছে Soyuz. উদ্ধারকার্যে দু'টিকেই ব্যবহার করা যেতে পারে।"


আরও পড়ুন: RHUMI 1 Rocket: লক্ষ্যপূরণের পর ফিরে আসবে পৃথিবীতে, ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট RHUMI মহাকাশে রওনা দিল


মাত্র আট মাসের অভিযানে গিয়ে দু'মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। Boeing Starliner মহাকাশযানটি বিকল হয়ে যাওয়ায় পৃথিবীতে তাঁদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিয়েছেন তাঁরা। সেই নিয়ে উদ্বেগ এবং আশঙ্কা দেখা দিয়েছে সর্বত্র। তবে সোমনাথের বক্তব্য, "পরিস্থিতি ততটাউ উদ্বেগজনক জায়গায় পৌঁছয়নি।  Boeing Starliner-এ কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই সাবধানতা অবলম্বন করা হচ্ছে। আগেও এমন সমস্যা দেখা দেয়, উৎক্ষেপণের আগেও বিপত্তি বাধে। যে কারণে পিছিয়ে যায় অভিযান। উৎক্ষেপণের চেয়ে পৃথিবীতে ফেরা বেশি ঝুঁকিপূর্ণ। তাই সাবধানী সকলে।"


২০২৫ সালের ফেব্রুয়ারির আগে সুনীতা এবং ব্যারিকে ফেরানো সম্ভব নয় বলে এর আগে জানিয়েছিল NASA. তার আগে কিছু করা যায় কি না, সেই নিয়েও আলাপ আলোচনা চলছে। মাস্কের সংস্থার মহাকাশযান এক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলে মত সোমনাথের। তবে তা হলেও, দ্রুত কিছু হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সোমনাথ বলেন, "মানুষের মহাকাশ অভিযান একটি জটিল প্রক্রিয়া। পরিকল্পনা, শিডিউল, অনেক কিছু রয়েছে।" শনিবার NASA-র জরুরি বৈঠক রয়েছে। সেখানে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।