কলকাতা : ভিনগ্রহীদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সত্যিই কি আছে অন্য কোনও গ্রহে কোনও সভ্যতা ? সেখান থেকে কি সত্যিই কোনও দিন নেমে আসতে পারে পিকে-র মতো কেউ? এই নিয়ে শৈশব থেকেই মানুষের আগ্রহের শেষ নেই। সকলেই হয়ত কম বেশি ভেবেছেন, অন্যগ্রহ থেকে কি কখনও ফ্লাইং অবজেক্ট এসে দেখে যায় আমাদের ? মাঝে মধ্যেই বিশ্বের নানা প্রান্ত থেকে ভিনগ্রহীদের অস্তিত্ব ও তাদের আনাগোনা নিয়ে দাবি ওঠে। কিন্তু তার কতটা সত্যি , এই নিয়ে এবার প্রশ্ন তুললেন ইসরো কর্তা এস সোমনাথ।
পৃথিবী ছাড়া মহাবিশ্বের আর কোথাও কি প্রাণ আছে বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহ বরাবরের। তবে পৃথিবীর বিজ্ঞানচর্চায় এতদিন পর্যন্ত প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ একটি পডকাস্টে সম্প্রতি জানিয়েছেন, তিনি মনে করেন এ পৃথিবীর বাইরেও একটা সভ্যতা থাকতে পারে। সেখানে প্রাণের বাস থাকতে পারে। তাই একা সৌর পরিবারের পৃথিবী নয়, অন্য কোনও নক্ষত্রের সংসারে, কোনও গ্রহে ভিনগ্রহীদের বাস থাকতেই পারে। মনে করছেন সোমনাথ।
এস সোমনাথের মতে, যে মহাবিশ্বের অন্য কোথাও অবশ্যই প্রাণ আছে। মহাবিশ্বে অন্য কোথাও হয়ত তাদের ঠিকানা। এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে সোমনাথ বলেন, গত ১০০ বছরের কথা ভাবুন। বিজ্ঞান ও প্রযুক্তিতে কী বড় বিপ্লব এসেছে। বৈপ্লবিক পরিবর্তনের এসেছে প্রযুক্তিতে ।
সোমনাথ বলেন, মানব সভ্যতার ইতিহাস কিন্তু কোটি কোটি বছর প্রাচীন। কিন্তু গত ১০০ বছরের কথা ভাবুন, কী বিরাট বিবর্তন এসেছে প্রযুক্তি ব্যবহার...এই ধরনের ক্যামেরা, মাইক, অনলাইন টেলিকাস্ট ! The Ranveer Show -তে এসে ইসরো প্রধান বলেন, কল্পনা করুন, দুটি ভিনগ্রহীদের সভ্যতা আছে। একটি আমাদের মানবসভ্যতার চেয়ে অনেক এগিয়ে , আরেকটি আমাদের থেকে কিছুটা পিছিয়ে। ইসরো প্রধান সোমনাথ বলেছেন, এমন দুটি সভ্যতার কথা ভাবুন, যার একটি আমাদের থেকে ২০০ বছর পিছনে এবং অন্যটি ১০০০ বছর এগিয়ে। ISRO প্রধানের মতে, হতেই পারে বিরাট এই বিশ্বব্রহ্মাণ্ডে হয়তো এতটা উন্নত ভিন্গ্রহীদের দুনিয়া রয়েছে, তারা এমন ভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, সেই উন্নত প্রযুক্তির কথা হয়ত পৃথিবীর মানুষ ভাবতেই পারে না।
ইসরো প্রধানের ধারণা, পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। আশেপাশেই হয়ত ভিন্গ্রহীরা রয়েছে। তবে ভিন্গ্রহীদের জিনোমিক এবং প্রোটিন স্ট্রাকচার পৃথিবীর মানুষের থেকে হতে পারে বেশ অন্যরকম। তাই তাদের সঙ্গে মোলাকাত না হওয়াই ভাল হয়ত।