নয়া দিল্লি: সম্প্রতি সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী হয়েছে বিশ্ব। যে দৃশ্য দেখেছেন বহু মানুষ। এবার আরেকটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন এ বছর যে চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse) হবে তা সাম্প্রতিককালের মধ্যে বিরলতম হতে পারে।

  


এ বছর যে চন্দ্রগ্রহণ হবে তা সেটির বৈজ্ঞানিক নাম- পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ। সূর্যের আলো তির্যক ভাবে পৃথিবীতে পড়ে যে ছায়ার সৃষ্টি হয় তার একেবারে বাইরের অংশকে বলা হয় পেনুমব্রা। ওই দিন পৃথিবীর সেই সূক্ষ্ম আবছায়া অংশের মধ্যে দিয়ে যাবে চাঁদ। তাই এই গ্রহণের এমন নাম রাখা হয়েছে। 


পৌরাণিক মত অনুসারে, রাহু ও কেতু পূর্ণিমার রাতে চাঁদকে গ্রাস করার ফলেই নাকি ঘটে চন্দ্রগ্রহণ। কয়েক ঘন্টা আগে থেকে সূতক সময় বৈধ হয়। তবে জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে একদমই শুভ বলে মনে করা হয় না। চলতি বছরের মে মাসের ৫ তারিখ শুক্রবার ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। রাত ৮ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা চলবে একটা পর্যন্ত।


আরও পড়ুন, স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?


পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণের কারণে এই গ্রহণ বিশ্বের সর্বত্রই দেখা যাবে না। ইউরোপ, মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক ও ভারত মহাসাগর থেকে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই বিরল মহাজাগতিক ঘটনাটি আগামী ৫ মের পর আবার দেখতে অপেক্ষা করতে হবে প্রায় দু’দশক। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে। 


তবে এই চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার শর্তও রয়েছে। আকাশ পরিষ্কার না থাকলে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। মেঘ থাকলে বোঝা যাবে না মহাজাগতিক আলো-ছায়ার খেলা। এই বিশেষ গ্রহণটিকে পরিভাষায় পেনুব্রাল গ্রহণও বলা হয়ে থাকে। কারণ, পৃথিবীর একেবারে বাইরের ছায়াকে বলা হয় পেনুমব্রা। পৃথিবীর সেই আবছা ছায়া অতিক্রম করবে চাঁদ। তাই বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা বেশ কঠিন।       


কখন চন্দ্রগ্রহণ হয়? 


সূর্যের আলো চাঁদের উপর পড়ে প্রতিফলিত হলে চাঁদকে আলোকিত দেখায়। মহাজাগতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় চলে এলে, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তখন হয় চন্দ্রগ্রহণ।