নয়াদিল্লি: মহাশূন্যের বুকে আরও একটি নতুন গ্রহের সন্ধান মিলল। সৌরজগতের নেপচুনের সমানই আকার গ্রহটির। তবে সেখানে একবছর সময়কালের দৈর্ঘ্য অত্যন্ত কম, পৃথিবীর হিসেবে মাত্র ২১ ঘণ্টা।  অতি নিকট দূরত্ব থেকে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে গ্রহটি। সেই কারণেই একবছরের সময়কাল এত কম। এই নিয়ে এখনও পর্যন্ত এমন চারটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই ধরের গ্রহগুলির সৃষ্টি কী ভাবে হয়, তা নিয়ে চলছে গবেষণা। (NASA Discovers New Exoplanet)


আমেরিকার মহাকাশ সংস্থা NASA নয়া গ্রহটি আবিষ্কার করেছে। আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহটি, অর্থাৎ সেটি একটি Exoplanet. গ্রহটির নাম রাখা হয়েছে TOI-3261 b. পৃথিবীর ২১ ঘণ্টা সেখানে একবছরের সমান। NASA-র Transiting Exoplanet Survey Satellite (TESS) গ্রহটির সন্ধান পেয়েছে। পরে অস্ট্রেলিয়া, চিলে এবং দক্ষিণ আফ্রিকা থেকে নজরদারি চালিয়ে সেটির উপর নজরদারিও চালায় NASA. (TOI-3261 b)


NASA জানিয়েছে ওই গ্রহটি 'Hot Neptune'-এর গোত্রের পড়ে। অর্থাৎ নক্ষত্র থেকে যে সমস্ত গ্রহের দূরত্ব খুব বেশি নয়।  কক্ষপথও অত্যন্ত ছোট। নক্ষত্রের চারিদিকে চক্কর কাটতে সময় লাগে অত্যন্ত কম।  TOI-3261 b গ্রহে একবছর হয় ২১ ঘণ্টায়। এমন আরও তিনটি গ্রহের সন্ধান পেয়েছেন NASA-র বিজ্ঞানীরা। অ্যাডভান্সড মডেলিং প্রযুক্তির সাহায্যে গ্রহটির ৬৫০ কোটি বছরের ইতিহাস ঘেঁটে বের করেছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, নয়া আবিষ্কৃত গ্রহটি প্রথমে বৃহদাকার গ্যাসের বলয় ছিল, আমাদের বৃহস্পতির মতোই। রূপান্তরিত হতে হতে বর্তমান আকার পেয়েছে।


গ্রহটির ভর আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে মত বিজ্ঞানীদের। এর জন্য দু'টি কারণ চিহ্নিত করেছেন তাঁরা, ফোটোভেপোরেশন অর্থাৎ নাক্ষত্রিক শক্তির প্রভাবে গ্যাসের কণাগুলি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। অন্যটি হল, জোয়ার-ভাঁটা। এর ফলে নক্ষত্রের অভিকর্ষ শক্তি গ্যাসের স্তরগুলিকে হটিয়ে দিয়েছে। পাশাপাশি, বিজ্ঞানীদের ধারণা, প্রথমে নক্ষত্র থেকে গ্রহটির দূরত্ব অনেক বেশিই ছিল। সেই সময় নক্ষত্রের প্রভাব তেমন ছিল না গ্রহটির উপর। ফলে গ্রহটির বায়ুমণ্ডলও টিকে ছিল। এখন যা অবশিষ্ট রয়েছে, গবেষণার জন্য তা-ই ভরসা বিজ্ঞানীদের। 


বিজ্ঞানীরা জানিয়েছেন, TOI-3261 b গ্রহটির ঘনত্ব যদিও নেপচুনের থেকে অনেক বেশি, প্রায় দ্বিগুণ। তুলনামূলক হালকা উপাদানগুলি বেরিয়ে গিয়েছে। এখন ভারী উপাদানগুলিই পডডে রয়েছে। আগামী দিনে গ্রহটিকে নিয়ে গবেষণার জন্য James Webb Space Telescope ব্যবহার করতে পারে NAS. সেখানকার বায়ুমণ্ডলের উপাদানগুলিকে চিহ্নিত করার চেষ্টা হবে। তবে গ্রহটিকে উষ্ণ গ্রহ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।