নয়াদিল্লি: পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থানের খোঁজ চলছে মহাশূন্যে। সেই লক্ষ্যে এবার ১৭টি এক্সোপ্ল্যানেট অর্থাৎ সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহকে চিহ্নিত করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. বরফের চাদরের নীচে সেখানে জল টলটলে সাগর-মহাসাগর থাকার ইঙ্গিত মিলেছে। সেই নিরিখেই ওই ১৭টি এক্সোপ্ল্যানেটকে চিহ্নিত করা হল। (Exoplanets with Subsurface Oceans)


নয়া একটি রিপোর্টে ওই ১৭টি এক্সোপ্ল্যানেটকে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, তরল অবস্থায় গ্রহের বুকে যেমন সাগর-মহাসাগর থাকতে পারে, তেমনই মাটির নীচে চাপাপড়া অবস্থাতেও বিদ্যমান থাকতে পারে। ভূত্বকের নীচের তাপমাত্রাতেই সেখানে তরল অবস্থা ধারণ করে থাকতে পারে। তাই বৃহস্পতির বরফে ঢাকা উপগ্রহের মতো সেখানেও প্রাণসৃষ্টির উপাদান থাকতে পারে বলে মত বিজ্ঞানীদের। (NASA News)


ওই ১৭টি এক্সোপ্ল্যানেটে প্রাণধারণের কী উপাদান মজুত রয়েছে, সে ব্যাপারে বিশদ কোনও তথ্য তুলে ধরা হয়নি যদিও। তবে এর আগে যে রিপোর্ট সামনে এসেছিল, সেই অনুযায়ী, পৃথিবীর চেয়ে ওই এক্সোপ্ল্যানেটগুলির অনেকটাই শীতল। আকার পৃথিবীর প্রায় সমান সমান হলেও, পৃথিবীর চেয়ে ঘনত্বও কম ওই এক্সোপ্ল্যানেটগুলির।


আরও পড়ুন: Cow Dung Rocket : গোবর থেকে তৈরি জ্বালানির সাহায্যে উড়বে রকেট ! হয়ে গেল ফায়ার টেস্টও, দেখুন ভিডিয়ো


NASA-র গোদার্দ স্পেস ফ্লাইট সেন্টারের লিনে কুইকের বক্তব্য, “ওই ১৭টি এক্সোপ্ল্যানেটের মাটি বরফে ঢাকা হলেও, তেজস্ক্রিয় উপাদান থেকে যথেষ্ট তাপ রয়েছে। নক্ষত্রের অভিকর্ষ টানে জোয়ার-ভাঁটাও হয়।” অর্থাৎ নক্ষত্র থেকে পর্যাপ্ত উষ্ণতা না পেলেও, অভ্যন্তরীণ তাপমাত্রাই সেখানে জলকে তরল রাখার পক্ষে যথেষ্ট।


শুধু তাই নয়, ওই ১৭টি এক্সোপ্ল্যানেটে উষ্ণ প্রস্রবণও থাকতে পারে বলে উঠে এসেছে গবেষণায়। বৃহস্পতির দুই উপগ্রহ, Europa এবং Enceladus-এর বুকেও এমন উষ্ণ প্রস্রবণের খোঁজ মিলেছে। এক্ষেত্রে দু’টি উষ্ণ প্রস্রবণ, প্রক্সিমা সেন্টৌরি-b এবং LHS1140-b এক্সোপ্ল্যানেটের উল্লেখ উঠে এসেছে। সেখানে জল টলটলে সাগর-মহাসাগর রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। ওই দু’টি এক্সোপ্ল্যানেটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানের বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান এবং ভাসমান কণাগুলি নিয়েও আরও পরীক্ষা-নিরীক্ষা হবে।


পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ আজকের নয়। মঙ্গলগ্রহ থেকে চাঁদ, চেষ্টা-চরিত্রে কোনও খামতি নেই। সৌরজগতের বাইরের গ্রহগুলিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমন একাধিক এক্সোপ্ল্যানেটের খোঁজ মিলেছে, যেখানে প্রাণধারণের উপযোগী উপাদান রয়েছে এবং ভবিষ্যৎ বাসস্থান হিসেবে সেগুলিকে দেখতে শুরু করেছেন বিজ্ঞানীরা।