নয়াদিল্লি: বড়দিনে মহাকাশে নয়া মাইলফলক গড়ল মানবসভ্যতা। সূর্যের ঠোঁটে কার্যত গাল ছুঁইয়ে বেরিয়ে গেল সৌরযান। এখনও পর্যন্ত যা সম্ভব হয়নি, তা-ই করে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সৌরযান Parker Solar Probe. ৯৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যের পরশ নিয়ে বেরিয়ে গেল সৌরযানটি। (Parker Solar Probe)


রাত পোহালেই ২৫ ডিসেম্বর। বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। আর সেই রাত ১২টা বাজার কয়েক ঘণ্টা আগেই ইতিহাস রচনা করল Parker Solar Probe. আজ পর্যন্ত কোনও মহাকাশযান যা পারেনি, সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছল সেটি। লেলিহান সৌরশিখা স্পর্শ করল তার গাল। (Science News)


আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, ২৪ ডিসেম্বর সকাল ৬টা বেজে ৫৩ মিনিটে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে Parker Solar Probe. সূর্যের সবচেয়ে কাছাকাছি পথ ধরে বেরিয়ে গেল সেটি। ওই সন্ধি ক্ষণে সূর্য থেকে Parker Solar Probe-এর দূরত্ব ছিল ৬১ লক্ষ কিলোমিটার। তাপমাত্রা ছিল ৯৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।



এবার প্রথম বার হলেও, এই কিন্তু শেষ নয়। আগামী দিনে আরও দু'বার সূর্যের গা ঘেঁষে ছুটবে সৌরযানটি। কিন্তু সূর্যের এত কাছাকাছি আর যাওয়ার সম্ভাবনা নেই তার। তবে সূর্যের এত কাছাকাছি যাওয়ার পর Parker Solar Probe বেঁচে আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ২৭ ডিসেম্বর বিষয়টি স্পষ্টট হবে বলে জানা গিয়েছে। 


২০১৮ সালের অগাস্ট মাসে সাত বছরের জন্য মহাকাশে অভিযানে পাঠানো হয় Solar Parker Probe-কে। সৃষ্টির রহস্য বোঝার জন্যই মূলত এই অভিযান। পাশাপাশি, আগামীতে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো কী কী ঝুঁকি রয়েছে, তাও খতিয়ে দেখছে সৌরযানটি। তবে এই প্রথম নয়। আগেও একাধিক রেকর্ড গড়েছে Parker Solar Probe. ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ঘণ্টায় ৬ লক্ষ ৩৫ হাজার ২৬৬ কিলোমিটার গতিতে ছুটে রেকর্ড গড়ে সেটি।


মানবজাতির সৃষ্টি করা কোনও যান আগে কখনও এত গতিতে ছোটেনি। এদিন সূর্যের কাছাকাছি থাকার সময় গতি ছিল ঘণ্টায় ৬ লক্ষ ৯০ হাজার কিলোমিটার। অর্থাৎ আগের সর্বোচ্চ রেকর্ডের গতি ভেঙে দিয়েও নতুন রেকর্ড গড়ল Parker Solar Probe. পৃথিবীতে লকহিড মার্টিনের যে যুদ্ধবিমান ছোটে, তার চেয়ে এই সৌরযানের গতি ৩০০ গুণ বেশি। ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতাও রয়েছে সৌরযানটির।