নয়াদিল্লি: স্কুলে জীবনবিজ্ঞানের বইয়ে রক্ত বলতে A, B, AB, O-র উল্লেখ ছিল। কিন্তু পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু জানার থাকে। ব্লাড গ্রুপ হাতেগোনা কয়েকটি নয়, তার বাইরেও যে অনেক রকমের রক্তের গ্রুপ আছে, তা বুঝতে সময় লেগেছে অনেকের। যত দিন যাচ্ছে, সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। এবার নতুন একটি ব্লাড গ্রুপের আবিষ্কার হল। (New Blood Group Discovery)

এতদিন পৃথিবীতে ৪৭ ধরনের ব্লাড গ্রুপ ছিল। এবার ৪৮তম ব্লাড গ্রুপের আবিষ্কার করলেন গবেষকরা। এই নতুন ব্লাড গ্রুপের নাম Gwanda Negative. দীর্ঘ ১৫ বছরের চেষ্টায় Gwanda Negative ব্লাড গ্রুপটি শনাক্ত করা গেল। বর্তমানে একজনের শরীরেই Gwanda Negative রক্ত পাওয়া গিয়েছে। এক মহিলার শরীরে Gwanda Negative গ্রুপের রক্ত রয়েছে। (Gwada Negative)

ফ্রান্সের গুয়াডালুপ দ্বীপের বাসিন্দা, ৬৮ বছর বয়সি এক মহিলার শরীরে Gwanda Negative গ্রুপের রক্ত রয়েছে। এখনও পর্যন্ত তিনিই একমাত্র মানুষ যাঁর ওই ব্লাড গ্রুপ। ওই মহিলার অস্ত্রোপচারের দিন ঠিক হয়, তার আগে নিয়মমাফিক রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আর সেই রক্ত পরীক্ষা করতে গিয়েই টনক নড়ে। আগে ওই ধরনের রক্ত কখনও দেখা যায়নি। বোঝা যায় ওই রক্তের প্রকৃতি সম্পর্ণ আলাদা। শেষ পর্যন্ত Gwanda Negative নামকরণ হয়।

নতুন ব্লাড গ্রুপের এমন নামকরণ দ্বীপটির নামকরণেই। ফ্রান্সের স্থানীয় ভাষায় গুয়াডালুপকে গোয়ান্দা বলা হয়। ওই মহিলার বাসভূমিকে স্বীকৃতি দিতেই বেছে নেওয়া হয় ওই নাম। গত ৪ জুন International Society of Blood Transfusion Congress-এ নতুন ব্লাড গ্রুপটি সকলের সামনে তুলে ধরেন গবেষকরা। তবে এই জায়গায় এসে পৌঁছতে ১৫ বছর সময় লাগল তাঁদের। 

২০১১ সালে প্যারিসে বাস করছিলেন ওই মহিলা। সেই সময় একটি অস্ত্রোপচার হয় তাঁর। নিয়ম মেনে অস্ত্রোপচারের আগে রক্ত পরীক্ষা করা হলে, আগের কোনও ব্লাড গ্রুপের সঙ্গেই তাঁর রক্তের নমুনা মেলেনি। গোড়ায় তেমন গুরুত্ব দেওয়া হয়নি। প্রায় আট বছর ঠান্ডা ঘরেই পড়েছিল বিষয়টি। ২০১৯ সালে দ্রুত জিন বিশ্লেষণের উপায় বের করেন বিজ্ঞানীরা। সেই সময় ওই রক্তের নমুনা আবারও পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়। প্রথম দু’বছর শুধু গবেষণা চালানো হয়, যার আওতায় মহিলার সম্পূর্ণ জিনোম বিশ্লেষিত হয়। সেই সময় মহিলার জিনের চরিত্রবদল হতে দেখেন বিজ্ঞানীরা। চরিত্র বদল করা ওই জিনটিকে PIGZ বলা হয়। 

গবেষণায় দেখা যায়, জিন চরিত্র বদল করায় রক্তকণিকার পৃষ্ঠে প্রোটিনের অবস্থান বদলে যায় মহিলার শরীরে। জিনের এমন অস্বাভাবিক চরিত্র বদল একমাত্র ওই মহিলার মধ্যেই দেখা গিয়েছে এখনও পর্যন্ত। এই মুহূর্তে তিনি ছাড়া অন্য কারও শরীরে Gwanda Negative ব্লাড গ্রুপ পাওয়া যায়নি।

রক্ত সঞ্চালনের জন্য ব্লাড গ্রুপ চিহ্নিত হওয়া জরুরি। কারম আমাদের শরীরে অন্য গ্রুপের রক্তে থাকা অ্যান্ডিজেন প্রত্যাখ্যান করে। ABO ব্লাড গ্রুপকে লক্ষ্য় করলে দেখা যাবে, A এবং B ব্লাড গ্রুপ অ্যান্টিজেন যাঁদের, তাঁরা অন্য কারও থেকে রক্ত নিতে পারেন। কারণ সেক্ষেত্রে অ্যান্টিজেন মিলে যায়। আবার O ব্লাড গ্রুপ যাঁদের, তাঁদের মধ্যে A, B অ্যান্টিজেন নেই। O গ্রুপের ডোনারদের দেওয়া রক্তই নিতে পারবেন তাঁরা। ABO এবং Rh সিস্টেম আবার আরও জটিল। আপাতত আর কারও ব্লাড গ্রুপ Gwanda Negative  কি না, তা খুঁজে দেখতে চান গবেষকরা।