নয়াদিল্লি: মহাশূন্যে ছয়টি নতুন গ্রহের সন্ধান পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. আমাদের সৌরজগতের বাইরে ওই ছয়টি গ্রহের সন্ধান মিলল। সব মিলিয়ে আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহের সংখ্যা হল ৫ হাজার ৫০২টি। পৃথিবীর বিশ্ব-ব্রহ্মাণ্ডকে বোঝার ক্ষেত্রে এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ পৃথিবীর বাইরে সম্ভাব্য প্রাণের যে খোঁজ চলছে, তা যে মোটেই সহজ কাজ নয়, গ্রহের সংখ্যাই তাই প্রমাণ বলে মত তাঁদের। (New Planets Discovered)
আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯২ সালে প্রথম বার সৌরজগতের বাইরে গ্রহের অস্তিত্বের সন্ধান পান বিজ্ঞানীরা। দু'টি যমজ গ্রহ, Poltergeist এবং Phobetor-এর সন্ধান মেলে। Pulsar PSR B1257 নামের একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে তারা। ২০২২ সালের মার্চ মাসে সেই আবিষ্কার ৫০০০০এর মাইলফলক ছোঁয়। এবার সেই সংখ্যাও বাড়ল। (Science News)
NASA জানিয়েছে, HD 3638 b, TOI-198 b, TOI-2095 c, TOI-4860 b এবং MWC 758 c-এই ছয়টি নতুন গ্রহের সন্ধান মিলেছে, যেগুলি সৌরজগতের বাইরে অবস্থান করছে। পৃথক ভাবে গ্রহগুলির বর্ণনাও দিয়েছে NASA, যা হল-
HD 36384 b: গ্রহটিকে Super Jupiter বলছেন বিজ্ঞানীরা। M Giant Star নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে। সূর্যের চেয়ে আকারে ৪০ গুণ বড় নক্ষত্রটি।
TOI-198 b: এটি পাথুরে গ্রহ। M Dwarf নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি।
TOI-2095 b ও TOI-2095 c: দু'টি গ্রহই Supre Earth. একটি নক্ষত্রকেই প্রদক্ষিণ করছে তারা, M Dwarf-কে। নক্ষত্রের থেকে অবস্থান অনুযায়ী, তাদের চরিত্র শুক্র এবং পৃথিবীর মতো।
TOI-4860 b: বৃহস্পতির মতো গ্যাস ভর্তি এই গ্রহে। একে 'Hot Jupiter'ও বলছেন বিজ্ঞানীরা। সেটিও একটি M Dwarf নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। ১.৫২ দিনেই সেটি নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ নক্ষত্রের একেবারে কাছাকাছি অবস্থান। এত বড় আকারের গ্রহ নক্ষত্রের এত কাছাকাছি অবস্থিত, তাও আবার বামন নক্ষত্রের, এটিকে বিরল ঘটনা বলছেন বিজ্ঞানীরা।
MWC 758 c: এটি একটি বৃহদাকার প্রোটোপ্ল্য়ানেট, যা নবজাতক একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে। এতটাই বয়স কম নক্ষত্রটির যে তার চারপাশে গ্যাসের বলয়টি এখনও রয়েছে। সৌরজগতের বাইরে এই প্রথম প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের মধ্যে কোনও গ্রহের সন্ধান মিলল।
NASA-র Transiting Exoplanet Survey Satellite (TESS)-এর উৎক্ষেপণ হয় ২০১৮ সালে। এখনও পর্যন্ত কয়েক হাজার মহাজাগতিক বস্তুকে সৌরজগতের বাইরের গ্রহ বলে শনাক্ত করেছে সেটি, যার মধ্যে ৩২০টি গ্রহের স্বীকৃতি পেয়েছে।
NASA-র Spitzer, Hubble এবং James Webb Space Telescope-ও সৌরজগতের বাইরে গ্রহ আবিষ্কার এবং পর্যবেক্ষণের কাজে নিযুক্ত। NASA-র Nancy Grace Roman Space Telescopeটি ২০২৭ সালের মে মাসে উৎক্ষেপণ করা হবে।