নয়াদিল্লি: সৌরজগতের বাইরে নয়, পৃথিবীর বিকল্প কি রয়েছে নাগালের মধ্যেই? নয়া গবেষণা এমনই সম্ভাবনা উস্কে দিল এবার। ইউরেনাসের যে ২৭টি উপগ্রহ রয়েছে, তার মধ্যে বৃহত্তম পাঁচটি উপগ্রহে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে জানা গেল। এতদিন ওই উপগ্রহগুলিকে হিমশীতল, নিষ্প্রাণ হিসেবেই গন্য করছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, ইউরেনাসের ওই পাঁচ উপগ্রহে আস্ত মহাসাগর থাকতে পারে। প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশও থাকতে পারে সেখানে। (Uranus' Moons)
ইউরেনাসের ওই পাঁচ উপগ্রহ সম্পর্কে যেটুকু যা তথ্য এতদিন পাওয়া গিয়েছে, তা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Voyager-2 অভিযানের দৌলতে। ৪০ বছর আগে ওই মহাকাশযান যা তথ্য পায়, এতদিন তার উপর ভিত্তি করেই গবেষণা চলেছে। কিন্তু নয়া গবেষণায় দেখা যাচ্ছে, Voyager-2 যখন ইউরেনাসের উপগ্রহগুলির গা ঘেঁষে বেরিয়ে যায়, সেই সময় তীব্র সৌরঝড় চলছিল। ফলে ইউরেনাস এবং তার উপগ্রহগুলি সম্পর্কে সঠিক তথ্য হাতে আসেনি। (Science News)
ইউরেনাস একটি বরফে পূর্ণ, বলয়যুক্ত গ্রহ। সৌরজগতের প্রায় কিনারার কাছাকাছি অবস্থান। শীতলতম গ্রহগুলির মধ্যে ইউরেনাস অন্যতম। অন্য গ্রহগুলির তুলনায় অনেকটাই আলাদা ইউরেনাস। একদিকে হেলে অবস্থান করছে। দেখলে মনে হবে টাল খেয়ে পড়ে গিয়েছে। এমন অবস্থানের জন্য ইউরেনাসের জলবায়ু অতি চরম প্রকৃতির। ইউরেনাসের দুই মেরুর প্রত্যেকটি একটানা ৪২ বছর সূর্যালোক পায়, আবার একটানা ৪২ বছর অন্ধকারাচ্ছন্ন থাকে। তাই ইউরেনাসকে অদ্ভুত গ্রহও বলে থাকেন বিজ্ঞানীরা। সেই ইউরেনাসের বৃহত্তম পাঁচটি গ্রহে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে এবার উঠে এল গবেষণায়।
১৯৮৬ সালে Voyager-2 প্রথম ইউরেনাস এবং তার পাঁচটি মূল উপগ্রহের ছবি পাঠায়। সেই সময় যে তথ্য হাতে আসে, সেই অনুযায়ী ইউরেনাসের উপগ্রহগুলি নিষ্ক্রিয় বলেই ধারণা জন্মায়। ইউরেনাসের চৌম্বকীয় ক্ষেত্রও বিকৃত বলে জানা যায় সেই সময়। সৌরজগতের আর কোনও গ্রহের ক্ষেত্রে এমন তথ্য মেলেনি বলে সেই সময় অবাক হয়ে যান বিজ্ঞানীরা। কিন্তু এখন জানা যাচ্ছে, প্রতিকূল পরিস্থিতিতে ওই তথ্য পৃথিবীতে পাঠায় Voyager-2. সৌরঝড় চলাকালীন সাময়িক ভাবে ইউরেনাসের চৌম্বকীয় ক্ষেত্র বিকৃত বলে ধারণা জন্মায়। অর্থাৎ গত ৪০ বছর ধরে ইউরেনাস এবং তার উপগ্রহগুলির সম্পর্কে যে ধারণা ছিল, তা একেবারে নির্ভুল নয়।
Nature Astronomy জার্নালে প্রকাশিত নয়া গবেষণায় বলা হয়েছে, ইউরেনাসের পাঁচটি বৃহত্তম উপগ্রহ, টাইটানিয়া, ওবেরন, আমব্রিয়েল, এরিয়েল এবং মিরান্ডার বুকে আস্ত মহাসাগর থাকতে পারে। সেখানে প্রাণধারণের উপযুক্ত পরিবেশও থাকতে পারে, ঠিক বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনির উপগ্রহ এনসেলাডাসের মতো। মিরান্ডার বুকে মহাসাগর থাকতে পারে বলে এর আগেও একটি গবেষণায় সামনে আসে। ২০৪৫ সাল নাগাদ নতুন করে ইউরেনাস অভিযানে নামছে NASA. সেক্ষেত্রে এ ব্যাপারে স্পষ্ট ধারণা মিলতে পারে।