নয়াদিল্লি: মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের স্বাস্থ্য নিয়ে চিন্তায় গোটা পৃথিবী। সেই আবহে আরও একটি ঘটনায় প্রশ্নের মুখে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে অসুস্থ হয়ে পড়েন এক নভোশ্চর। হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে। সেই নিয়েই এবার প্রশ্নের মুখে NASA. গোটা বিষয়টি আড়াল করা হচ্ছে বলে অভিযোগ। (Sunita Williams)
গত ২৫ অক্টোবর পৃথিবীতে ফিরে আসেন SpaceX Crew-8 অভিযানে যাওয়া চার নভোশ্চর। তাঁদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ওই নভোশ্চর কে, তাঁর ঠিক কী হয়েছিল, তা খোলসা করেনি NASA. বরং বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগও ওঠে। সেই নিয়ে এবার মুখ খুললেন ওই অভিযানে শামিল নভোশ্চর ম্যাথু ডমিনিক, মাইকেল হার্নেট, জেনেট এপস। রাশিয়ার নভোশ্চর আলেকজান্ডার গ্রেবেনকিন এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। (Science News)
আমেরিকার হিউস্টনে NASA-র জনসন স্পেস সেন্টারে সাংবাদিক বৈঠক করেন ম্যাথু, মাইকেল এবং জেনেট। সবমিলিয়ে মোট ২৩৫ দিন মহাকাশে ছিলেন তাঁরা। আরও আগে ফিরে আসার কথা ছিল। কিন্তু সুনীতা এবং ব্যারি যে Boeing Starliner মহাকাশযানে চেপে অভিযানে যান, সেটি বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বাকিরাও। নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি তাঁদের।
অতিরিক্ত সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা সহজ ছিল না বলে জানিয়েছেন ম্যাথু। তাঁর কথায়, "পৃথিবীতে ফেরার সময় দিশেহারা লাগা, মাথাঘোরার মতো পরিস্থিতি হতে পারে। কিন্তু শক্ত চেয়ারে বসাও শক্ত হয়ে গিয়েছে। ২৩৫ দিন আমি শক্ত কোনও চেয়ারে বসিনি।" পরিবারের সঙ্গে নৈশভোজের সময়ও চেয়ারে বসতে পারেননি, বরং তোয়ালে পেতে শুয়ে থাকতে হয় বলে জানিয়েছেন। এমন অবস্থা হবে, তা তিনি কল্পনা করতে পারেননি বলে জানিয়েছেন ম্যাথু।
জেনেট জানিয়েছেন, মহাকাশে দীর্ঘদিন টিকে থাকার মন্ত্র হল শরীরচর্চা। প্রতিদিন ব্যায়াম অত্যন্ত জরুরি। নইলে শরীর ভেঙে পড়বে বলে জানান তিনি। যে নভোশ্চর হাসপাতালে ভর্তি হন, তাঁকে নিয়ে এখনও কিছু খোলসা করেনি NASA. ওই তিনজনও সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। Crew-8 অভিযানটিও পদে পদে বাধার মুখে পড়ে। হারিকেনের জেরে নভোশ্চরদের ফেরা পিছিয়ে যায়। মহাকাশযান প্রস্তুত করেও খালি করে নেওয়া হয়। পিছিয়ে যায় SpaceX Crew-9 অভিযানও। সুনীতা এবং ব্যারি এখনও মহাকাশে আটকে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফেরার কথা। কিন্তু সুনীতার যে ছবি সামনে এসেছে সম্প্রতি, তাতে তাঁর শীর্ণ চেহারা দেখে আঁতকে উঠেছেন সকলে।