কলকাতা: মঙ্গলে (Mars) প্রাণের সন্ধান পেতে জোরকদমে সন্ধান চালিয়ে যাচ্ছে প্রিজারভেরেন্স রোভার (Perseverance Rover)। এরই মধ্যে লালগ্রহের আকাশে হঠাৎই জ্বলে উঠল আলো। সম্প্রতি যে ছবি দেখা গিয়েছে সেখানে মঙ্গলের আকাশে এক অদ্ভূত আলো নজরে এসেছে। লাল গ্রহের আকাশে ফুটে উঠেছে নীল রঙা আলো।
মঙ্গলে এই মিশনের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, Perseverance Rover এই ছবিটি তুলেছে ন্যাভক্যাম মার্স নাসা স্পেস। যদিও ছবিটি দেখার পর অনেকেই দাবি করেছেন যে এই ছবি এলিয়েনদের কোনও স্পেসশিপের হতে পারে। তবে সেই দাবিকে নস্যাৎ করেছে সায়েন্স অ্যালার্ট পোর্টাল।
বলা হয়েছে, এটি কোনও বহির্বিশ্বের নয়। মঙ্গল থেকে সূর্যাস্ত দেখতে এমনই লাগে। নেপথ্যে বেশ কিছু বৈজ্ঞানিক কারণও বলেছেন তাঁরা। বলা হয়েছে, সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব তার থেকেও অনেকটা দূরে মঙ্গলের অবস্থান। এর অর্থ সূর্যের রশ্মি পৃথিবীতে যতটা এসে পড়ে, মঙ্গলে তার থেকে বেশ কিছুটা কম প্রভাব রয়েছে। পৃথিবীতে যতটা সৌররশ্মি এসে পড়ে, তার অর্ধেকেরও কম পৌঁছয় মঙ্গলে। এই ছবিতে দেখা যাচ্ছে সূর্যের আলো কেবলমাত্র বৃত্তাকারে ধরা দিচ্ছে লালগ্রহের আকাশে।
আরও পড়ুন, বরফের চাদরের নীচে মহাসাগর, টলটলে জল, বাতাসে Co2 , চমকে দিল বৃহস্পতির উপগ্রহ
শুধু তাই নয়, পৃথিবীর বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে, সেই একই উপাদান মঙ্গলের বায়ুমণ্ডলে নেই। সেখানে মূলত রয়েছে কার্বন ডাই অক্সাইড, কিছুটা নাইট্রোজেন, আর খুব কম মাত্রায় অক্সিজেন। স্পেস এজেন্সির তরফে জানান হয়েছে, মঙ্গলে এই গবেষণা করার মূল উদ্দেশ্য হল প্রাচীন জীবাণুজীবের চিহ্ন অনুসন্ধান করা। রোভারটি গ্রহের ভূতত্ত্ব বিশ্লেষণ এবং মার্টিন রক এবং রেগোলিথ পরীক্ষা নিরীক্ষা করছে। এরই মধ্যে আকাশে এমন উজ্জ্বল আলো দেখে প্রশ্ন উঠেছিল বিজ্ঞানী মহলে।