নয়াদিল্লি: মাইক্রো RNA এর আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা কী ? যুগান্তকারী গবেষণায় মেডিসিনে ২০২৪ এর বিভাগে জোড়া নোবেল পেলেন এবার দুই আমেরিকান বিজ্ঞানী ভিক্টর অ্যাব্রোস এবং গ্যারি ব়্যভকন।
সোমবার, US বিজ্ঞানী ভিক্টর অ্যাব্রোস এবং গ্যারি ব়্যভকনকে ২০২৪ এর নোবেল পুরস্কার তুলে দেন দ্য নোবেল অ্যাসেম্বলি (The Nobel Assembly)। মূলত মাইক্রো RNA এর আবিষ্কার, যা কিনা জিন রেগুলেশনে একটি বড়সড় ভূমিকা নিয়ে থাকে। মানুষ-সহ বহুকোষী জীবের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি তত্ত্ব তুলে নিয়ে এসেছে। এই আবিষ্কারই জানান দিচ্ছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের জিনোম কোড মূলত ১ হাজার মাইক্রো RNA (রাইবো নিউক্লিক অ্যাসিড) তৈরি। পাশাপাশি এই আবিষ্কার থেকে পাওয়া তথ্য প্রমাণ করে দিচ্ছে যে, কীভাবে এককোষ থেকে বহুকোষী আকার নিতে সাহায্য করে মাইক্রো আরএনএ।
অ্যাকাডেমি সূত্র বলছে, প্রোটিন নিউক্লিয়াসের (কোষের ভিতরের নিউক্লিয়াস) মধ্যে RNA ট্রান্সক্রিপশন এবং Splicing রেগুলেট করে। পরিণত কোষের প্রকারভেদ এবং জীব কোষের ক্ষেত্রে, পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে, এই অপ্রত্যাশিত আবরণেরও উপরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন, রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।