নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই অভাবনীয় মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশপ্রেমী মানুষ তো বটেই, সাধারণ মানুষেরও উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ পৃথিবীতে বসেই রাতের আকাশে একসঙ্গে ছ’-ছ’টি গ্রহের দেখা মিলবে। একই সঙ্গে রাতের আকাশে দেখা যাবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে। (Planet Parade)
সরলরেখায় সারিবদ্ধ ভাবে নয়, বরং পৃথিবী থেকে আমাদের দৃষ্টির নিরিখে আকাশের একটি অংশে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যাবে গ্রহগুলিকে, যা সূর্যের আপাত বার্ষিক গতিপথটিকে অনুসরণ করবে। আকাশের একটি অংশে একসঙ্গে একাধিক গ্রহ দেখতে পাওয়াকে তাই ‘গ্রহদের কুচকাওয়াজ’ বলেন জ্যোতির্বিজ্ঞানীরা। (Planetary Parade)
এই ধরনের মুহূর্ত তখনই আসে, যে সময় নিজ নিজ কক্ষপথে এমন জায়গায় থাকে গ্রহগুলি, পৃথিবী থেকে দেখে মনে হয় পাশাপাশি বিরাজ করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি, সন্ধের পর অন্ধকার আকাশে ওই ছ’টি গ্রহকে একসঙ্গে দেখা যাবে। ওই সময় বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এতটাই উজ্জ্বল থাকবে যে খালিচোখেই তাদের দেখা মিলবে। দূরবর্তী দুই গ্রহ ইউরেনাস এবং নেপচুন সেই তুলনায় নিষ্প্রভ হবে বলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ দিয়ে দেখতে হবে তাদের। সবচেয়ে দূরে অবস্থান বলে ওই দুই গ্রহের উপর কম সূর্যালোক পড়ে। তাদের দেখা পাওয়া সৌভাগ্য বলেই মনে করেন মহাকাশপ্রেমীরা।
বৈজ্ঞানিক কার্যকারণ অনুযায়ী, পুঁথির মালার মতো গ্রহগুলির পাশাপাশি অবস্থান সম্ভবই নয়। কারণ তাদের কক্ষপথ আলাদা, পরিক্রমণের গতিও আলাদা। সূর্যের একই দিকে বিরাজ করে যখন, পৃথিবী থেকে একই সঙ্গে দেখা যায়। তবে এমন মুহূর্ত সচরাচর আসে না। একসঙ্গে দু’-তিনটে গ্রহকে একসঙ্গে দেখা গেলেও, ছ’-ছ’টি গ্রহকে একসঙ্গে দেখতে পাওয়া বিরল ঘটনাই।
মহাজাগতিক ঘটনাবলীর নিরিখে ২০২৬ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৩ মার্চে উত্তর আমেরিকা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। সূর্যোদয়ের ঠিক আগে তা চাক্ষুষ করতে পারবেন সকলে। পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপর। আবার ৩১ মে দ্বিতীয়বার পূর্ণিমার চাঁদ চোখ পড়বে। সচরাচর একই মাসে দু’-দু’বার পূ্র্ণিমার চাঁদ দেখা যায় না। ২০২৬ সালে ১৩ বার পূর্ণিমার চাঁদ দেখা যাবে। আবার ৮ এবং ৯ জুন রাতের আকাশে একসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্রকে। খালিচোখেই দেখা যাবে।
In March, a total lunar eclipse will be visible for those in North America – especially for those on the West Coast. This event is for the earlier risers, as it will occur right before sunrise on the 3rd. Lunar eclipses occur when Earth is positioned precisely between the Moon and Sun – shading the Moon in Earth’s shadow.