নয়াদিল্লি: 'গগনযান অভিযানের' (Gaganyaan Mission) জন্য কোন চার জন 'টেস্ট পাইলট'- (Test Pilot) এর প্রশিক্ষণ চলছে? আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, বিক্রম সারাভাই স্পেস সেন্টার পরিদর্শনের সময় তাঁদের নাম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই খবর। গগনযান অভিযানের প্রস্তুতি কেমন চলছে, তা দেখতে মঙ্গলবার Vikram Sarabhai Space Centre-এ আসার কথা তাঁর।
বিশদ...
রাশিয়া থেকে আগেই প্রশিক্ষণ নিয়ে এসেছেন টেস্ট পাইলটরা। আপাতত ইসরোর একটি ইউনিটে রয়েছেন। অভিযানের খুঁটিনাটি সম্পর্কে জানছেন, তৈরি হচ্ছেন। সূত্রের খবর, এই চার জন টেস্ট পাইলটের মধ্যে তিন জন 'অরবিটাল স্পেসক্রাফট'-এ থাকবেন। কিন্তু তাঁরা কারা? আগামীকাল, সেই রহস্যের উপর থেকে পর্দা সরতে চলেছে। মঙ্গলবার বেলা পৌনে বারোটা নাগাদ বিক্রম সারাভাই স্পেস সেন্টারে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি। অন্তত ঘণ্টাখানেক কাটানোর কথা সেখানে। সূত্রের খবর, অন্তত তিনটি 'ফেসিলিটি' উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। 'ট্রাইসনিক উইন্ড টানেল', 'সেমি-ক্রায়োজেনিক ইন্টিগ্রেটেড ইঞ্জিন' এবং 'স্টেজ টেস্ট ফেসিলিটি'-এই তিনটি 'ফেসিলিটি' উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এগুলি তামিলনাড়ুর মহেন্দ্রগিরির 'ইসরো প্রোপালশান কমপ্লেক্স' এবং অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়, সতীশ ধবন স্পেস সেন্টারের 'পিএসএলভি ইন্টিগ্রেশন ফেসিলিটি'-তে রয়েছে।
অভিযান নিয়ে...
'গগনযান' অভিযানের আওতায় তিন জন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে ISRO। তিন দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাঁদের। নিরাপদে ভারতের জলভাগে অবতরণ করানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে 'গগনযান' অভিযানের আওতায় মহাকাশে রোবট নারী বা যন্ত্রমানবীকে পাঠানো হবে। মহাকাশে নভোচারীদের পাঠানোর চেয়ে তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা ঢের বেশি গুরুত্বপূর্ণ। তাই মেপে মেপে পা ফেলা হচ্ছে। নানা ধাপে নানা পরীক্ষার ব্যবস্থার ব্যবস্থা থাকছে। দিনপাঁচেক আগে এমনই এক পরীক্ষায় উতরে যান ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। 'গগনযান' অভিযানে যে মহাকাশযানে চাপিয়ে নভোচরদের পাঠানো হবে, সেটি উৎক্ষেপণ করবে LVM3 লঞ্চপ্যাড। ওই লঞ্চপ্যাডে যে বিশেষ ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করা হবে, সেটিই পরীক্ষায় উতরে যায়। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় তা উতরে যাওয়ার অর্থ হল মহাকাশে মানুষ বয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত বলে গণ্য করা যাবে সেটিকে। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে ISRO। জানায়, ISRO-র CE20 ক্রায়োজেনিক ইঞ্জিন 'গননযান' অভিযানের জন্য পরীক্ষায় উতরে গিয়েছে। ইঞ্জিন কতটা শক্তিধর, রকেটকে কতটা শক্তি জোগাবে, সেই নিয়ে লাগাতার পরীক্ষা চলছিল।
আরও পড়ুন:শরীরে প্লাস্টিক নিয়েই জন্মাচ্ছে প্রতিটি শিশু! দ্রুত হারে তাই বাড়ছে রোগ?