নয়াদিল্লি: একনজরে ‘হাওয়াই মিঠাই’ বলে ভ্রম জাগে। পরক্ষণেই মনে হয় ভিনগ্রহী নয় তো? গায়ের রং, আকারই এই বিভ্রমের জন্য দায়ী। তবে সেই বিরল প্রজাতির ‘গোলাপি জেলিফিশ’ নিয়েই এখন শোরগোল সর্বত্র। আমেরিকার টেক্সাসের সমুদ্রসৈকতে ভেসে এসেছে ‘গোলাপি জেলিফিশ’। একটি বা দু’টি নয়, প্রায় একডজন। এতে কেউ কেউ উৎফুল্ল হলেও, প্রত্যক্ষদর্শীদের অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। (Rare Jellyfish Pink Meanie)
২০১১ সালে এই ‘গোলাপি জেলিফিশ’কে শনাক্ত করেন বিজ্ঞানী কিথ বেহা। সহকর্মী রন লারসনের নামে তিনি ‘গোলাপি জেলিফিশ’-এর নাম রাখেন Drymonema Larson. ‘গোলাপি জেলিফিশ’-এর ডাকনামও রয়েছে, ‘Pink Meanie’. মেক্সিকো উপসাগরের তীরে সম্প্রতি ভেসে উঠেছে তারা। খাবারের খোঁজে বেরিয়েই সেগুলি সমুদ্রসৈকতে এসে পড়ে বলে মনে করা হচ্ছে। (Science News)
মেক্সিকোর সৈকতে প্রায় ১০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ‘গোলাপি জেলিফিশ’ পড়ে থাকতে দেখা গিয়েছে বলে খবর। সোশ্য়াল মিডিয়ায় বেশ কিছু ছবিও সামনে এসেছে। ফলে তাদের নিয়ে বেশ উৎসাহ চোখে পড়ছে। বিশেষ করে গোলাপি রং নজর কাড়ছে সকলের।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘গোলাপি জেলিফিশ’-এর এক একটির ওজন ৭০ পাউন্ড পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় ২২ কেজি। এদের কর্ষিকাগুলির দৈর্ঘ্য হতে পারে ৭০ ফুট। অন্য জেলিফিশের মতো এরাও জুপ্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। তবে বয়স যত বাড়তে থাকে, এরা সমগোত্রীয়দেরই গিলে খায়। অর্থাৎ অন্য জেলিফিশদের গিলে খায় এরা। বিশেষ করে Moon Jellyfish এদের প্রিয় খাদ্য। একসঙ্গে ৩৪টিও খেতে পারে।
তবে ‘গোলাপি জেলিফিশ’ বেশ সংবেদনশীল। প্রচণ্ড ঠান্ডায় এরা বাঁচতে পারে না। তবে আকারে বড় হলেও, সমগোত্রীয়দের গিলে খেলেও, মানুষের জন্য ততটাও বিপজ্জনক নয় ‘গোলাপি জেলিফিশ’। গায়ে লাগলে হালকা জ্বালা করে যদিও। তবে তীব্রতা ১০-এর মধ্যে মাত্র ২। ভিনিগার মাখলেই মেলে রেহাই। ‘গোলাপি জেলিফিশ’ মানুষের খাওয়ার যোগ্য নয়। সৈকতে পড়ে থেকে হয় উবে যায়, নয়ত পাখিতে খায়।
২০০০ সালেই প্রথম বার ‘গোলাপি জেলিফিশ’ চোখে পড়ে বিজ্ঞানীদের। কিন্তু সেই সময় ভূমধ্যসাগরের অন্য একটি প্রজাতির সঙ্গে গুলিয়ে ফেলা হয় তাদের। পরে দেখা যায় ‘গোলাপি জেলিফিশ’ সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি।
Harte Research Institute-এর ডিরেক্টর জেশ টানেল জানিয়েছেন, চলতি সপ্তাহেই ১০টির বেশি 'গোলাপি জেলিফিশ' দেখতে পেয়েছেন তাঁরা। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য তুলে ধরা হয়েছে, সেই অনুযায়ী, Port Aransas-এর 'গোলাপি জেলিফিশ'-দেখা মিলেছে। ভিডিও রেকর্ড করতে গিয়ে তাঁর গায়েও ছোঁয়া লাগে। তবে সেই যন্ত্রণা সহনযোগ্য ছিল বলে জানিয়েছেন তিনি।