কলকাতা: লক্ষ্য ছিল ভারতের চন্দ্রযান-৩ এর আগেই চাঁদের মাটি স্পর্শ করার। কিন্তু সেই লক্ষ্যভেদে যেন কাঁটা! শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫ এ আচমকাই অস্বাভাবিকতা দেখা যায়। যার জেরে চন্দ্রকক্ষে প্রবেশের আগেই থমকে গেল সে। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার। কিন্তু সেই যাত্রায় পড়েছে ছেদ, এমনটাই জানিয়েছে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস। 


এর আগে জানান হয়েছিল, ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে সেটিরও। ১১ অগাস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ৪৭ বছর পর চন্দ্র অভিযান করল রাশিয়া। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করেছে যা লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে ঘূর্ণন শেষ করে ২১ অগাস্ট এবং ২৩ অগাস্টের মধ্যে সফট ল্যান্ডিং করার কথা ছিল লুনার। 


অনেকে অবশ্য বলেছিল যে ভারতকে টক্কর দিতে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের কিছুদিন পর নভোযান পাঠিয়ে চন্দ্রযানের আগেই চাঁদের মাটি স্পর্শ করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। তবে এই মত নস্যাৎ করেছে ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, কোনও বিরোধ নেই। দুই দেশ নিজেদের মতো করে চন্দ্রযান পাঠিয়েছে। লুনার উৎক্ষেপণের পর রাশিয়ার মহাকাশ সংস্থাকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছিল ইসরো। 


আরও পড়ুন, ফের বিপদসঙ্কুল এলাকাতেই অবতরণের সিদ্ধান্ত, কেন এই ভাবনা ইসরোর?


দিনকয়েক আগে  চাঁদের অদেখা পৃষ্ঠের ছবি শেয়ার করেছিল লুনা-২৫। ছবিতে দেখা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে একটি ক্রেটার (গর্ত) জিম্যান। পৃথিবী থেকে চাঁদের যে পৃষ্ঠটি দেখা যায় না, সেইখানে অবস্থান এই ক্রেটারের। চাঁদের এই 'ডার্ক সাইড'টির অদেখা ছবি সামনে আনল রাশিয়ান নভোযান। পৃথিবীর সঙ্গে একই সময়ে ঘূর্ণন গতি থাকায়, চাঁদের একটি পিঠই পৃথিবী থেকে দেখা যায়। অপরদিকটি কার্যত 'অন্ধকারেই' থাকে।  রাশিয়ান মহাকাশযানের এই ছবিটি প্রকাশিত হওয়ার পরই বিশ্বজুড়ে গবেষকদের মধ্যে চাঁদ নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। এই চিত্র মহাকাশ বিজ্ঞানীদের মনে করিয়ে দেয় ১৯৫৯ সালে লুনা-৩ মহাকাশযানের পাঠানোর চাঁদের দূরবর্তী অংশের প্রথম ছবির কথা।


সোমবার রাশিয়ান মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল।  হিমায়িত জল এবং মূল্যবান উপাদানের খোঁজ চালানোর কথা ছিল। তবে রাশিয়ান মহাকাশ সংস্থার তরফে জানান হয়, "অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। যা পরবর্তী কৌশলগুলি সম্পাদন করার অনুমতি দেয়নি। এর জেরে কক্ষপথ স্থানান্তর করা যায়নি। বিশেষজ্ঞরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন।"