Shubhanshu Shukla: নাসার নির্দেশের পর শুভাংশু শুক্লা এবং আরও ৩ মহাকাশচারীকে নিয়ে ISS থেকে আনডকিং ড্রাগন মহাকাশযানের। ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। ২৩ ঘণ্টা পর স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। গত ২৫ জুন, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। ২৮ ঘণ্টা পর ভারতীয় সময়, পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সবাই। ১৮ দিন মহাকাশে শুভাংশুরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং ২০টিরও বেশি ‘আউটরিচ’ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা করেছেন। ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে, খবর NASA ও ISRO সূত্রে। 

Axiom-4 অভিযানের আওতায় মহাকাশে গিয়েছেন শুভাংশুরা। মহাকাশে এতদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন তাঁরা। আগামী দিনে ভারতের 'গগনযান' অভিযানের জন্য শুভাংশুর এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নিজেদের মহাকাশযান বিচ্ছিন্ন করে নেবেন শুভাংশুরা। এর পর পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন তাঁরা। শুভাংশুর মুখে মহাকাশের অভিজ্ঞতা শোনার জন্য উৎসুক সকলে। 

১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেন রাকেশ শর্মা। আর ২০২৫ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন ৩৯ বছর বয়সি শুভাংশু শুক্ল। ভারতীয় সময় অনুযায়ী,২৫ জুন, দুপুর ১২টা বেজে ১ মিনিটে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেন শুভাংশু। ভারতীয় বায়ুসেনার সমস্ত ধরনের বিমান ওড়াতে পারদর্শী শুভাংশু। তিনি লখনউয়ের ছেলে। 

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্য়াপ্টেন শুভাংশু। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেও, আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু।  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবার পা রেখেছেন কোনও ভারতীয় মহাকাশচারী। ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় মহাকাশে গিয়েছেন। শুভাংশু মহাকাশে থাকবেন ১৪ দিন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে এক সপ্তাহ ছিলেন। 

শুভাংশু জানিয়েছেন, তাঁর যাত্রা শেষ হলেও, ভারতের সামনে দীর্ঘ পথ রয়েছে। তাঁর বিশ্বাস, একদিন নক্ষত্রকেও ছুঁয়ে দেখতে পারবে মানবজাতি। নিজের বার্তা শেষ করতে গিয়েই ৪১ বছর আগের প্রসঙ্গ পাড়েন শুভাংশু। বলেন, "মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়, আজও জানতে উৎসুক অনেকে। আমি বলব, ভারত উচ্চাকাঙ্খী, ভারত নির্ভীক, ভারত আত্মবিশ্বাসী, ভারত গর্বিত। তাই আবারও বলতে পারি, ভারত আজও 'সারে জহাঁ সে অচ্ছা'। শীঘ্রই পৃথিবীতে দেখা হবে।"