নয়াদিল্লি: ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)

আগে থেকেই সেখানে মোতায়েন রাখা ছিল নৌকা, জাহাজ। শুভাংশুদের ক্যাপসুলটি জল ছুঁতেই, শুরু হয় উদ্ধারকার্য। একে একে সকলকে বের করে আনার কাজ শুরু হয়। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে। (Shubhanshu Shukla Returns to Earth)

সংবাদমাধ্যমে শুভাংশুর মা বলেন, "আমাদের ছেলে ফিরে এসেছে। সকলকে ধন্যবাদ। গোটা পৃথিবী দেখল। আপনাদের সকলকেও ধন্যবাদ। এতদিন পর ছেলে ফিরেছে, আবেগ ধরে না রাখতে পারাই স্বাভাবিক।" এদিন ক্যাপসুল থেকে প্রথমে বের করে আনা হয় মিশন কমান্ডার পেগি হুইটসনকে। এর পর হাসিমুখে বেরিয়ে আসেন শুভাংশু। ক্যামেরা দেখে হাতও নাড়েন তিনি।

শুভাংশুকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে গোটা দেশের সঙ্গে আপনাকে পৃথিবীতে স্বাগত জানাই। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন। মহাকাশে মানুষ পাঠানোর আমাদের যে অভিযান, সেই 'গগনযান' অভিযানের পথে একটা মাইলফলক তৈরি হল'।

সোমবারই মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন শুভাংশুরা। দীর্ঘ সাড়ে ২২ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে নামলেন তাঁরা। তবে পৃথিবীতে ফিরলেও, এখনই নিজ নিজ ঘরে ফেরা হবে না তাঁদের। নিয়ম মেনে কোয়ারান্টিনে থাকতে হবে। স্বাস্থ্যজনিত নিরাপত্তাপর কথা ভেবেই এমন নিয়ম। আগামী কয়েক দিন নিভৃতবাসে রেখে তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকার ফলে, তাঁদের শরীরে বেশ কিছু পরিবর্তনও ঘটেছে। পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে কিছুটা। সেই মতো প্রশিক্ষণ চলবে। এর পরই পরিবারের কাছে ফিরতে পারবেন। 

গত ২৫ জুন বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশু-সহ ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা SpaceX-এর মহাকাশযান ড্রাDragon. ২৬ জুন মহাকাশ স্টেশনে পৌঁছন মিশন কমান্ডার পেগি হুইটসন, স্পেস ক্র্যাফটের পাইলট শুভাংশু, ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই মহাকাশ অভিযান বিশেষজ্ঞ পোল্যান্ডের স্লাওসৎ উজনানস্কি-উইশনিওস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। মহাকাশে পৌঁছতে ২৮ ঘণ্টা সময় লেগেছিল তাঁদের। ফিরতে লাগল সাড়ে ২২ ঘণ্টা।

৪১ বছর আগে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। তবে শুভাংশুই প্রথম প্রথম ভারতীয়, যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও চালান তিনি। ভারতের জন্য এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে 'গগনযান' অভিযানের আওতায় মহাকাশে মানুষ পাঠাতে চায় ISRO. শুভাশুর অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। ভারতের পাশাপাশি, পোল্যান্ড এবং হাঙ্গেরিও ইতিহাস রচনা করল। গত অর্ধ শতকে এই প্রথম তাদের কোনও নাগরিক মহাকাশে পদার্পণ করল।

সবিস্তার আসছে