নয়াদিল্লি: নিকষ কালো আঁধারের বুকে একচিলতে আলো। আপন ছন্দে ঘুরে চলেছে নীল-সাদা পৃথিবী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সাড়া ফেলল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. ISRO-র কৃত্রিম উপগ্রহ SPADEX Chaser এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে ভিডিও সেলফির আকারে। ঘূর্ণীয়মান পৃথিবীর সামনে ভিডিও-য় দৃশ্যমান কৃত্রিম উপগ্রহটিও। পৃথিবীর সঙ্গে সেলফি নেওয়ার লক্ষ্যেই তোলা ওই ভিডিও। (SPADEX Video Selfie)
শনিবার ভিডিও-টি প্রকাশ করেছে ISRO. ভিডিওর একদিকে SPADEX-এর খানিকটা অংশ দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে নীল-সাদা পৃথিবীর উপরের অংশ। সাগর-মহাসাগরের নীল জলের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে মেঘরাশি। ভিডিওটি পোস্ট করে ISRO সোশ্যাল মিডিয়ায় লেখে, 'SPADEX Chaser কক্ষপথে ঘূর্ণীয়মান অবস্থায় সেলফি ভিডিও তুলেছে'। (Science News)
ডিসেম্বরের শেষ দিকে SPADEX অভিযানের আওতায় দু'টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ISRO. ৪৭৫ কিলোমিটার বৃত্তাকারে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে তারা। মহাকাশ গবেষণায় ISRO-র এই অভিযান অত্যন্ত গুরুত্বপূরণ। কারণ মহাশূন্যে যান নোঙর করার পরীক্ষা চালাচ্ছে ISRO. অর্থাৎ দু'টি কৃত্রিম উপগ্রহ ঘুরতে ঘুরতে পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং নোঙর করে সংযুক্ত হবে পরস্পরের সঙ্গে।
মহাকাশ বিজয়ের লক্ষ্য নিয়েই এই মুহূর্তে ছুটে চলেছে পৃথিবীর সব দেশ। পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে যেমন, তেমনই সৃষ্টিতত্ত্বের অনুধাবন, সম্ভাব্য বিপদের পূর্বাভাস প্রাপ্তি এবং মহাজাগতিক সম্পদকে পৃথিবীর কাজে লাগানোর চেষ্টা চলছে পাশাপাশি। কিন্তু মহাকাশ অভিযান মোটেই সহজ নয়। তাই বিপদে পড়লে দুই মহাকাশযান যাতে সংযুক্ত হতে পারে, বিদ্যুৎ, জ্বালানির আদানপ্রদান করতে পারে, একটি থেকে যাতে অন্যটিকে নিয়ন্ত্রণ করা যায়, তার ব্যবস্থা থাকাও জরুরি।
সেই লক্ষ্যেই ISRO-র এই SPADEX নোঙর অভিযান। মোট দু'টি স্যাটেলাইট পাঠিয়েছে তারা, SDX01 (Chaser) এবং SDX02 (টার্গেট)। দু'টির ওজন ২২০ কেজি করে। PSLV-C60 থেকে সেগুলির উৎক্ষেপণ হয়। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের পাশাপাশি ভারতও মহাকাশ অভিযানে নয়া মাইলফলক ছুঁতে সফল হবে। চাঁদের মাটি পৃথিবীতে বয়ে আনা থেকে চাঁদের মাটিতে মানুষ নামানো, সব অভিযান আরও সহজতর হয়ে উঠবে। আগামী সপ্তাহে মহাকাশে দুই স্যাটেলাইট নোঙর করার কথা ISRO-র। আপাতত সেই দিকেই তাকিয়ে সকলে। তবে মহাকাশে যান নোঙর নিয়ে আশাবাদী ISRO প্রধান এস সোমনাথ।