নয়াদিল্লি: হাতে সময় খুবই কম। ফলে প্রহর গোনা শুরু হল। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে ১৮ অগাস্টের মধ্যে পৃথিবীতে ফেরাতেই হবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-কে। এব্যাপারে ইলন মাস্কের সংস্থা SpaceX-এর সাহায্য নেওয়ার ভাবনা-চিন্তা চলছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেভাবে ভিড় বেড়ে চলেছে, তাতে ১৮ অগাস্টের মধ্যে সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনতে হবে বলে মত বিজ্ঞানীদের। (Sunita Williams)
গত ৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে নোঙর করেন সুনীতা এবং ব্যারি। ১৪ জুনই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মহাকাশে আটকে যান সুনীতা এবং ব্যারি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিয়ে হয় তাঁদের। সেই থেকে লাগাতার বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে ঠিক করার চেষ্টা চালাচ্ছেন সুনীতা এবং ব্যারি। (NASA News)
কয়েক দিন আগে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটির থ্রাস্টার চালু করা সম্ভব হলেও, ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফেরা রীতিমতো ঝুঁকির বিষয়। তাই সুনীতা এবং ব্যারিকে ফেরাতে SpaceX সংস্থার সাহায্য নেওয়ার কথা ভাবছে NASA. NASA-র কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম জানিয়েছে, SpaceX-এর Crew 9 অভিযানের আওতায় নভোশ্চরদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর প্রস্তুতি চলছে। তাই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভিড় বাড়ার আগেই সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে।
সোশ্যাল মিডিয়ায় NASA Commercial Crew জানিয়েছে, NASA এবং SpaceX 18 অগাস্ট Crew 9 অভিযান চালাবে। কেনেডি স্পেস স্পেন্টার থেকে ফ্যালকন রকেট এবং Dragon Spacecraft-এ চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠানো হবে। NASA-র নভোশ্চর, স্পেসক্রাফ্ট কম্যান্ডার জেনা কার্ডম্যান, পাইলট নিক হেগ, মিশন স্পেশালিস্ট স্টেফানি উইলসন এবং রাশিয়ার নভোশ্চর আলেকজান্ডার গরবুনভ ছ'মাসের অভিযানে যাচ্ছেন।
Crew 9 অভিযানের আগেই সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার বার সুনীতা এবং ব্যারির ফেরা পিছিয়ে যাওয়ায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে জায়গা কম পড়ছে। সেই আবহে আরও চার নভোশ্চরের সেখানে থাকার উপায় থাকবে না। তাই তার আগেই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটির নোঙর খুলে ফেলতে হবে।