নয়াদিল্লি: প্রহর গুনে দিন কাটছে সকলের। কিন্তু বার বার করে দিন পিছিয়েই যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার কাজ আবারও পিছিয়ে গেল। আগামী কালই মহাকাশযান নিয়ে রওনা দেওয়ার কথা ছিল দুই নভোশ্চরের। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে গেল অভিযান। (Sunita Williams Rescue Mission)
আট দিনের অভিযানে গিয়ে কয়েক মাস ধরে মহাকাশে আটকে গিয়েছেন সুনীতা এবং ব্যারি। এ বছরও তাঁদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সেই মতো বৃহস্পতিবার রওনা দেওয়ার কথা ছিল ইলন মাস্কের SpaceX সংস্থার Crew Dragon মহাকাশযান। কিন্তু একদিন আগেই পিছিয়ে গেল অভিযান। এর আগে, ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ আজই রওনা দেওয়ার হবে বলে ঠিক ছিল। পরে সিদ্ধান্ত বদল হয়। (Crew-9 Mission)
এই মুহূর্তে মেক্সিকো উপসাগরীয় এলাকায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হেলেন মাথাচাড়া দিয়ে উঠেছে। শক্তি বাড়িয়ে সেটি তৃতীয় পর্যায়ের হারিকেনে পরিণত হবে বলে জানা গিয়েছে। এর ফলে ফ্লোরিডা উপকূল অঞ্চলে ভারী দুর্যোগের পূর্বাভাস মিলেছে। ঝোড়ো হাওয়া, বৃষ্টির দাপট থাকবে। আবহাওয়াজনিত কারণেই অভিযান পিছোতে হল বলে জানিয়েছে NASA.
NASA জানিয়েছে, বৃহস্পতিবার অভিযান সম্ভব নয় কোনও ভাবেই। আপাতত শনিবারে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে অভিযান। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার রাত ১০টা বেজে ৪৭ মিনিটে মহাকাশযানটি উড়বে। NASA-র নভোশ্চর নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর নভোশ্চর আলেকজান্ডার গর্বানভ সুনীতা এবং ব্যারিকে ফেরাতে রওনা দেবেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আগামী পাঁচ মাস গবেষণামূলক কাজকর্ম সারবেন। সব শেষে আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসার কথা সুনীতা এবং ব্যারিকে নিয়ে।
এ বছর জুন মাসে মহাকাশ অভিযানে গিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু Boeing Starliner-এর যে মহাকাশযানে চেপে রওনা দেন তাঁরা, গোড়া থেকেই তাতে সমস্যা দেখা দেয়। অভিযান পিছিয়ে দিতে হয় একাধিক বার। হিলিয়াম চুঁইয়ে পড়তে থাকে মহাকাশযাব থেকে। মহাকাশে পৌঁছেও পরিস্থিতি পাল্টায়নি। ফলে ওই মহাকাশযানে চেপে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর ঝুঁকি নেয়নি NASA. তাঁদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরে এসেছে Boeing Starliner-এর মহাকাশযানটি। ত্রুটিপূর্ণ ওই মহাকাশযানে চাপিয়ে কেন সুনীতা এবং ব্যারিকে মহাকাশে পাঠানো হল, সেই প্রশ্নে বিদ্ধ NASA. তবে আপাতত সুনীতা এবং ব্যারিকে নিরাপদে ফিরিয়ে আনাই লক্ষ্য তাদের।