নয়াদিল্লি: মাত্র আট দিনের অভিযানে গিয়েছিলেন। পাঁচ মাস হতে চললেও ফেরা হয়নি আর। মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকা নিবাসী নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। সেই অবস্থাতেই মহাকাশ থেকে পৃথিবীবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠালেন সুনীতা। আলোর উৎসবে পৃথিবী থেকে দূরে, মহাকাশে বসে বাবার স্মৃতিচারণায় ডুব দিলেন তিনি।


সোমবার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে দীপাবলি পালিত হয়। মহাকাশ থেকে ভিডিও কলের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন সুনীতা। তিনি বলেন, "আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। হোয়াইট হাউস এবং পৃথিবীর সর্বত্র আলোর উৎসবে শামিল যাঁরা, তাঁদের সকলকে শুভ দীপাবলির উষ্ণ শুভেচ্ছা জানাই।"


মাত্র আট দিনের অভিযানে গিয়ে এতমাস মহাকাশে কাটাতে হবে, তা কল্পনাও করেননি সুনীতা এবছর মহাকাশেই দীপাবলি কাটবে তাঁর। তাই তাঁকে বলতে শোনা যায়, "এবছর অভিনব অভিজ্ঞতা হচ্ছে আমার। পৃথিবী থেকে ২৬০ মাইল উপরে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে দাপীবলি পালন করছি আমি।"



বাবা দীপক পাণ্ড্যর কথা স্মরণ করে সুনীতা বলেন, "আজকের দিনে বাবার কথা বিশেষ ভাবে মনে পড়ছে, যিনি ভারত থেকে আমেরিকায় এসেছিলেন। শিকড়ের সঙ্গে নিজের সংযোগ ধরে রেখেছিলেন আমার বাবা। তাই দীপাবলি, ভারতীয় উৎসব সম্পর্কে আমাদের শিখিয়েছিলেন। দীপাবলি অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় উদযাপনের মুহূর্ত। বিবিধ সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছে আমার। মা-বাবা উড়তে উৎসাহ জুগিয়েছিলেন। দীপাবলি পালনের জন্য এবং আমাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ।"


বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে গত ৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ৬ জুন সেখানে পৌঁছন তাঁরা। আট দিনের অভিযানে কাজ শেষ করেই ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মহাকাশে আটকে যান তাঁরা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের ফেরানোর পরিকল্পনা নিয়েছে NASA. এই মুহূর্তে মহাকাশে গবেষণা সংক্রান্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সুনীতা এবং ব্যারি।