নয়াদিল্লি: মহাকাশে ১০ দিনের অভিযানে গিয়েছিলেন। কিন্তু নয় নয় করে একমাসের বেশি পার হয়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিলেও, কবে নিরাপদে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে, এখনও পর্যন্ত তা জানালে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সেই আবহেই, আর কিছুক্ষণের মধ্যে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দিতে চলেছেন সুনীতা। NASA-র ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে সুনীতার বার্তা। (Sunita Williams) পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই শোনা যাবে।
NASA জানিয়েছে, বুধবার রাত ৮.৩০টায় সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দেবেন সুনীতা। মহাকাশে তাঁর অভিয়ান কেমন চলছে, সেখানে কী অবস্থায় রয়েছেন তাঁরা, বিশদে জানাবেন সুনীতা। তাঁদের ফেরা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি NASA. তবে পরিস্থিতি যা, তাতে আরও কয়েক মাস সুনীতা এবং ব্যারিকে মহাকাশে থাকতে হতে পারে বলে জল্পনা বিজ্ঞান মহলে। (NASA News)
গত ৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ১০ দিনের অভিযানে মহাকাশে পাঠানো হয়েছিল তাঁদের। কিন্তু একমাসের বেশি সময় অতিক্রান্ত হলেও ফেরানো যায়নি তাঁদের। Boeing Starliner-এর যে মহাকাশযানে চেপে রওনা দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি, তাতে গোলযোগ দেখা দেওয়াতেই তাঁরা মহাকাশে আটকে গিয়েছেন।
আরও পড়ুন: Sunita Williams: দিনে ১৬ বার সূর্যোদয়, ১৬ বার সূর্যাস্ত, কাল মহাকাশ থেকে Live কথোপকথন সুনীতার
পৃথিবীতে ফেরার জন্য Boeing Starliner-এর মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করার কথা ছিল। কিন্তু উড়ানের ২৫ ঘণ্টার মধ্যেই ওই রকেটগুলি থেকে ছিদ্রপথে বার বার হিলিয়াম বেরিয়ে আসতে শুরু করে বলে জানা যায়। এখনও পর্যন্ত পাঁচ বার এই ঘটনা ঘটেছে। পৃথিবীতে নিরাপদে ফিরতে ১৪টি থ্রাস্টার ঠিক থাকা জরুরি।
NASA জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটিগুলি খতিয়ে দোখা হচ্ছে, তাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা। নির্দিষ্ট দিন ক্ষণ না জানানোতেই NASA-র এই ঘোষণা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত চার বার সুনীতা এবং ব্য়ারির পৃথিবীতে ফেরার দিন পাল্টেছে। শোনা যাচ্ছে, Boeng Starliner ব্যর্থ হলে, সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরাতে আগামী দিনে ইলন মাস্কের SpaceX সংস্থার সাহায্য নেওয়া হতে পারে।