নয়াদিল্লি: রাতের আকাশে ফের বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী। চলতি বছরে চারবার 'সুপারমুন' দেখতে পাওয়ার ঘোষণা হয়েছিল আগেই।  এবার শিয়রে সেই দিন এসে উপস্থিত হল। ১৯ অগাস্ট, সোমবার রাতের আকাশে চারটির মধ্যে প্রথম 'সুপারমুন'টি দেখতে পাওয়া যাবে। মধ্যরাতে ভারতের আকাশে দৃশ্যমান হবে 'সুপারমুন', যা 'ব্লু মুন'ও। (Supermoon in the Sky)


আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যখন অবস্থান করে চাঁদ, সবচেয়ে কম দূরত্ব বলতে যা বোঝায়, তার ৯০ শতাংশ কাছাকাছি, তখনই 'সুপারমুন' দৃশ্যমান হয়। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন। এই সময় পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায় চাঁদকে। (Blue Moon in the Sky)


বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্য দিনের তুলনায় 'সুপারমুন' ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয়। আকার হয় ১৪ গুণ বড়। তবে ঔজ্জ্বল্য এবং আকার বড় হয়ে ধরা দিলেও, খালি চোখে খুব জনই ফারাক বুঝতে পারেন। 'সুপারমুন' হওয়ার পাশাপাশি, এবার 'ব্লু মুন' হিসেবেও ধরা দিতে চলেছে চাঁদ। তবে 'ব্লুমুনে'র অর্থ চাঁদের রং নীলাভ হয়ে ধরা দেয় না চোখে।  ঋতুর নিরিখে পূর্ণিমায় যে চারটি পূর্ণচন্দ্র দেখা যায়, তার মধ্যে তৃতীয়টিকে বলা হয় 'ব্লু মুন'।


আরও পড়ুন: Chinese Rocket Explosion: তীব্র বিস্ফোরণে ছড়িয়ে পড়ল ১০০০ টুকরো, চিনা রকেট ফেটে আবর্জনার পাহাড় জমল মহাকাশে


১৫২৮ সাল থেকে 'ব্লু মুন' দেখার রেকর্ড রয়েছে ইতিহাসে। 'বিট্রেয়ার মুন' বলে প্রবাদ চালু ছিল পশ্চিমি বিশ্বে। সময়ের আগে আকাশে চাঁদের উদয় ঘটার জন্য এমন নাম। ১৯৪০-এর আশেপাশে একমাসের দুই পূর্ণিমার চাঁদের মধ্যে একটিকে 'ব্লু মুন' বলা শুরু হয়। সেখান থেকেই এমন নামকরণ হয়েছে বলে মনে করা হয়। সোমবারের পর, এ বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরবর্তী 'সুপারমুন' দেখা যাবে।


ভারতে ১৯ অগাস্ট রাতে এবং ২০ অগাস্ট ভোরবেলা আকাশে দেখা যাবে 'সুপারমুন'। নেপালে ২০ অগাস্ট সকালে দৃশ্যমান হবে। ইউরোপ এবং আমেরিকায় ১৯ অগাস্ট রাতে দেখা যাবে।  আমেরিকায় ওইদিন দুপুর থেকে চোখে পড়বে। সেখানে তিন দিন চাঁদকে ওই অবস্থায় দেখা যাবে বলে জানা গিয়েছে। দূষণ যেখানে কম, সেখান থেকে ভাল ভাবে দেখা যাবে 'সুপারমুন'। বাইনোকুলার বা টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবেন সাধারণ মানুষ।