নয়াদিল্লি: সমলিঙ্গ, বিপরীত লিঙ্গ অথবা উভয় লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ জন্মায়। যৌন অভিমুখিতায় এবার নয়া গোষ্ঠীর আগমন ঘটল। এই গোষ্ঠীকে 'Symbiosexual' বলে অভিহিত করেছেন গবেষকরা। এই গোষ্ঠীকে বর্ণনা করতে গিয়ে গবেষকরা জানিয়েছেন, সম্পর্কে লিপ্ত যুগলের মধ্যে যে পারস্পরিক সমীকরণ, তার প্রতি আকৃষ্ট হন Symbiosexual-রা, কোনও ব্যক্তিবিশেষের প্রতি নয়। (What is Symbiosexuality)


গবেষকরা Symbiosexual সম্পর্ককে বহুমাত্রিক বলে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, বহু মানুষকে নিয়ে গবেষণা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, তৃতীয় ব্যক্তির জীবনে যে সমন্বয় রয়েছে, তার প্রেমে পড়েছেন কেউ কেউ, মানসিক ভাবে আকৃষ্ট হয়েছেন যেমন, তেমনই শারীরিক ভাবেও আকর্ষণ অনুভব করেছেন। (New form of Sexual Attraction)


এই ধরনের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে 'টাইগার কিং', 'গসিপ গার্ল', 'চ্যালেঞ্জার্স'-এর মতো টিভি সিরিয়াল এবং সিনেমার উল্লেখ করেছেন গবেষকরা। সিয়াটল ইউনিভার্সিটির গবেষকরা, Archives of Sexual Vehaviour জার্নালে নয়া গবেষণাপত্রটি প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে গবেষক স্যালি জনসন জানিয়েছেন, মানুষের যৌন অভিমুখ অত্যন্ত জটিল একটি বিষয়। এখনও পর্যন্ত তার যৎসামান্যই উদঘাটিত হয়েছে।


স্যালির মতে, মানুষের যৌনতা নিয়ে নতুন করে ভাবনাচিন্তার সময় এসেছে। দুই ব্যক্তির মধ্যেকার সমীকরমের বাইরে বেরোতে হবে, তার বাইরে কত রকম আকর্ষণ রয়েছে, সেগুলি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। Symbiosexual মানুষের অনুভূতি বর্ণনা করতে গিয়ে স্যালি জানিয়েছেন, এক্ষেত্রে একজন ব্যক্তিবিশেষের চেয়ে, আগে থেকে সম্পর্কে লিপ্ত যুগলের পারস্পরিক সমীকরণের প্রতি আকর্ষণ অনুভূত হয়। 


যতই উদারমনস্ক মানুষের সংখ্যা বাড়ুক না কেন, Symbiosexual-দের নিয়ে সমাজে ছুঁতমার্গ রয়েছে বলে মত গবেষকদের। প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক এবং খোলামেলা সম্পর্ক, কোথাওই সহজে এঁদের জায়গা হয় না বলে জানা গিয়েছে। এই ধরনের যৌন আকর্ষণকে 'Unicorn' বলেও উল্লেখ করেন কেউ কেউ। যৌনতার বাইরে Symbiosexual-রা সম্পর্কের অন্যদিকগুলিকে সমান ভাবে গুরুত্ব দেন না বলে অভিযোগও রয়েছে। যদিও বিষয়টি নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত গবেষকদের।


গবেষকরা জানিয়েছেন, তাঁদের পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৪৫ জন কোনও ব্যক্তিবিশেষের প্রতি নয়, বরং কোনও যুগলের প্রতি আকর্ষণের কথা ব্যক্ত করেন। Symbiosexual-রা নিজেদের বহির্মুখী মনে করেন, ঘনিষ্ঠতা, যত্ন চান।  চটজলদি হিংসা জন্মায় না এঁদের মনে। বিপরীত লিঙ্গের যুগলের পরিবর্তে এঁরা মূলত সমকামী এবং অন্য লিঙ্গের যুগলের প্রতি আকর্ষণ বোধ করেন।