নয়াদিল্লি: বেশ কিছু বছর ধরেই মানুষের খিদমতগারি করছে যন্ত্রমানব বা রোবট। জিনিসপত্র বয়ে বিয়ে যাওয়া থেকে হোটেল-রেস্তরাঁয় খাবার পরিবেশনেও তারা জায়গা করে নিয়েছে। এমনকি ঘ্রাণ, স্বাদ, মানুষের মতো তাদের মধ্যেও ইন্দ্রিয়শক্তি জাগিয়ে তোলা হচ্ছে। কিন্তু মানুষের মতো হওয়া যে সহজ কাজ নয়, তা এবার নিজেই স্বীকার করে নিল রোবট। (Tesla Optimus Robot)
ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলার Optimus রোবট বেশ জনপ্রিয়। ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি সাধারণ মানুষের সামনে আনা হয় তাকে। খাবার, পানীয় পরিবেশন থেকে, নাচেও অংশ নেয় Optimus. অতিথিদের সঙ্গে আলাপচারিতা সারে, তোলে সেলফি-ও। তাকে নিয়ে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন হয়েছিল। (Optimus Humanoid)
সেখানে Optimus-এর কাছে জানতে চাওয়া হয়, রোবট হওয়ার সবচেয় কঠিন দিক কী? জবাবে Optimus বলে, 'আপনাদের মতো মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ'। Optimus-এর জবাব শুনে হাসির রোল ওঠে যদিও। কিন্তু সে বলে যায়, 'প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাই। মনে হয়, আরও ভাল হতে পারি'।
ইলন জানিয়েছেন, যা নির্দেশ দেওয়া হবে, তা করে দেখানোর ক্ষমতা রয়েছে Optimus-এর। তিনি বলেন, "চাইলে শিক্ষক হতে পারে, আবার শিশুর দেখভালও করতে পারে। আপনার পোষ্যকে বাইরে থেকে ঘুরিয়ে আনা, বাগানে ঘাস কাটা, বাজার করে আনা, খাবার পরিবেশন এমনকি আপনার বন্ধুও হয়ে উঠতে পারে Optimus."
Optimus কী কী কাজ করতে সক্ষম, উদাহরণস্বরূপ তার একটি ভিডিও-ও চালানো হয় ওই অনুষ্ঠানে। তাতে দেখা যায়, গৃহস্থের অর্ডার করা প্যাকেজ তুলে নিয়ে যাচ্ছে সে। গাছে জল দিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করছে। বাজার ঢেলে সাজাচ্ছে, আবার বাচ্চাদের সঙ্গে খেলছেও।
যন্ত্রমেধার হাত ধরে নতুন যুগের আবির্ভাব নিয়ে যখন জোর জল্পনা, সেই সময়, ২০২১ সালে Optimus নির্মাণের ঘোষণা করে টেসলা। ২০২২ সালে একটি সাক্ষাৎকারে ইলন জানান, টেসলার গাড়ির চেয়েও আগামী দিনে Optimus বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বিশ্বাস তাঁর। Optimus রোবটটির উচ্চতা ৫ পুচ ৮ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। টেসলার গাড়িতে যে যন্ত্রমেধার ব্যবহার হয়, Optimus -এও সেটিই ব্যবহৃত হয়েছে। যদিও এই রোবটকে ঘিরে অসন্তোষ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। ইলন এবং তাঁর সংস্থার কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।