নয়াদিল্লি: গোটা সপ্তাহ কাজের চাপ সামলে সপ্তাহান্তে ভাল সিনেমা (Cinema) বা সিরিজ (Series) দেখে সময় কাটানোর মজাই আলাদা। বিশেষত এই বর্ষার মরসুমে বাড়িতে বসে গরম চায়ের কাপে চুমুক আর অনলাইনে সিরিজ (OTT Release) দেখার জুড়ি মেলা ভার। আপনি যদি আদ্যন্ত সিনেপ্রেমী হন, আর ধরুন বেশ কিছু ওটিটি রিলিজ দেখা বাকি রয়ে গেছে, তাহলে সেগুলো সপ্তাহের শেষে দেখে ফেলতে হবে! আপনাদের সুবিধার্থে রইল এমনই কিছু দুর্দান্ত ওটিটি রিলিজের তালিকা। 


'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস'


কোথায় দেখবেন: ডিজনি প্লাস হটস্টার


https://www.instagram.com/p/CfHJ-XaM9kS/


সকলের প্রিয় চরিত্র স্পাইডারম্যানকে মহাবিশ্ব থেকে ভুলে যাওয়ার স্পেল দেওয়ার পরে, স্থান এবং সময়ের মধ্যে দিয়ে চিরে ডক্টর স্ট্রেঞ্জ পৃথিবীর দিকে একাধিক মাল্টিভার্সাল হুমকি নিয়ে এগিয়ে আসবে। স্যাম রাইমির পরিচালনায়, ও বেনেডিক্ট কাম্বারব্যাচ, এলিজাবেথ ওলসেন অভিনীত এই ছবি প্রথম ভাগের থেকেও বেশি জমজমাট।


'দ্য ম্যাট্রিক্স রেজ়ারেকশন'


কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিও


https://www.instagram.com/p/CXMHA1AIhqx/


কল্পবিজ্ঞান ঘরানার বিখ্যাত 'দ্য ম্যাট্রিক্স' ফ্র্যাঞ্চাইজির পুনর্জন্ম ঘটছে এই ছবির হাত ধরে। এখানে দেখা যাবে পৃথিবী সেই 'মেশিন যুদ্ধ' থেকে অনেকটা এগিয়ে গিয়েছে যেখানে স্মিথকে ধ্বংস করার তাগিদে নিওর জীবন সঙ্কটে পড়েছিল। থমাস অ্যান্ডারসন এখন বিখ্যাত গেম প্রোডিউসার। কিন্তু মরফিউসের অফার নেওয়ার পর অ্যান্ডারসনের জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটতে থাকে। লানা ওয়াচোস্কির পরিচালনায় ফের দুর্দান্ত রূপে ফিরে এসেছে 'দ্য ম্যাট্রিক্স'। অভিনয়ে কিয়ানু রিভস সহ অনেকে। দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকেও। 


'১৯১৭'


কোথায় দেখবেন: সোনি লিভ


https://www.instagram.com/p/B6OKxcUHnpv/ 


১৯১৭ সালের প্রেক্ষাপটে তৈরি একটি যুদ্ধের ছবি এটি। ইতিমধ্যেই সেরা সিনেম্যাটগ্রাফির জন্য 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' ভরেছে ঝুলিতে। দুর্দান্ত গল্পের সঙ্গে ততধিক চোখ ধাঁধানো ছবি। ফলে এই সিনেমাটি দেখতেই হবে। স্যাম মেন্ডেস পরিচালিত এই ছবি। '১৯১৭' হল দুই চরের একটি সাহসী গল্প যাঁদের প্রথম বিশ্বযুদ্ধের আবহে অপর এক ব্যাটালিয়নের কাছে একটি সমালোচনামূলক বার্তা প্রদানের কাজ দেওয়া হয় যা আপাতদৃষ্টিতে অসম্ভব এবং জীবনের ঝুঁকি ছিল। আবেগ ও অ্যাকশনের সুন্দর মিশেল রয়েছে এই ছবিতে। সেই সঙ্গে মনে থেকে যাবে এর আবহসঙ্গীতও।


'জন উইক ৩'


কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিও


https://www.instagram.com/p/BxaJZQNhXJn/ 


ঘোষিত ভবঘুরে, জন উইককে এখন আন্তর্জাতিক ঘাতক গিল্ড থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার মাথার দাম দেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি বা চ্যাপ্টার, 'প্যারাবেলাম'। আগের দুই ছবির মতো এটিও একইরকমের নৃশংস, বেপরোয়া। চ্যাড স্টেহালস্কি পরিচালিত এই মার্কিন নিও-নয়্যার ছবির মূলে কিয়ানু রিভস রয়েছেন। এছাড়া এই ছবিতে রয়েছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হ্যালে বেরি। 


'এক্সট্র্যাকশন'


কোথায় দেখবেন: নেটফ্লিক্স


https://www.instagram.com/p/B_-LQaCpJnt/


২০২০ সালে অতিমারীর আবহে মুক্তি পায় এই ব্লকবাস্টার ছবি। এই ছবি ভারত ও বাংলাদেশের অবৈধ ব্যবসা এবং কার্টেলের অন্ধকার জগতে প্রবেশ করে। ছবিতে ক্রিস হেমসওয়ার্থ একজন ব্ল্যাক-মার্কেট গুণ্ডার চরিত্রে অভিনয় করেছেন। আন্ডারওয়ার্ল্ড ডনের বন্দি ছেলেকে উদ্ধার করার জন্য তাঁকে ভাড়া করা হয় এবং সেই সফরে অভিনেতা ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়। স্যাম হারগ্রেভ পরিচালিত এই ছবির সহ রচয়িতা রুসো ব্রাদার্স ও অ্যান্টনি পার্ক। সকলের প্রিয় 'থর'-এর মুখে কিছু মিষ্টি বাংলা শব্দ শুনতে পাওয়া আপনার উপরি পাওনা।


ওটিটিতে মুক্তি পাওয়া অজস্র সিনেমা ও সিরিজের ভিড়ে মাত্র পাঁচটির নাম উল্লেখ করা হল। এছাড়া আঙুলের ছোঁয়ায় চোখের সামনে খুলে যাবে দুর্দান্ত কাজের সমুদ্র যা আপনি একা বা পরিবারের সঙ্গে উপভোগ করতে পারেন। আর আপনার এই অভিজ্ঞতা আরও সুখকর করবে 'এয়ারটেল এক্স-স্ট্রিম ফাইবার' (Airtel Xstream Fiber)। একাধিক বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করা থেকে শুরু করে দুর্দান্ত গতির সিনেমা-সিরিজ দেখার অভিজ্ঞতা মিলবে এয়ারটেলের সঙ্গে। 'এয়ারটেল এক্স-স্ট্রিম ফাইবার'-এর ওয়াইফাই প্ল্যান শুরু হয় মাত্র ৪৯৯ টাকা থেকে এবং ১ জিবিপিএস পর্যন্ত ইন্টারনেটের স্পিড দেয় যার সাহায্য়ে স্ট্রিমিং, মিটিং, গেমিং সব একসঙ্গে করা যাবে। 


একইসঙ্গে 'এয়ারটেল এক্স-স্ট্রিম ফাইবার'-এর নতুন 'অল ইন ওয়ান' এন্টারটেনমেন্ট প্ল্যানও দেখতে পারেন। ওয়াইফাই, ওটিটি ও টিভি চ্যানেলে এই প্ল্যান কাজ করবে যা শুরু হচ্ছে ৬৯৯ টাকা থেকে। এই প্ল্যানের সাহায্য়ে ১৬টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন আপনি যার মধ্যে অবশ্যই থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স, সোনি লিভ ইত্যাদি ও ৩৫০-এর বেশি টিভি চ্যানেলও পাবেন। সব এক জায়গায়। 


অর্থাৎ আপনার পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্বাদের এখন সমাধান সব এক জায়গায়।