কলকাতা, 29 এপ্রিল, 2021 : ইন্টারন্যাশনাল ডান্স ডে’তে অজন্তা শুজ-এর স্পোর্ট্স ব্র্যাণ্ড, ইমপ্যাকটো, নতুন নাচের জুতো, ফ্ল্যাশ বাজারে আনলো। ফ্ল্যাশ-এর এক ঝলকেই মনে প্রানচ্ছলতার সঞ্চার হয়! মনে হয় যেন একটি বাধাহীন উচ্ছাস অপেক্ষা করে রয়েছে ডান্স ফ্লোর-এ আগুন লাগাবার জন্য ! ছিপছিপে প্রযুক্তি উছলে পড়ছে সর্বত্র ! যেন আধুনিক দুনিয়ার বার্তা বয়ে নিয়ে এসে দাঁড়িয়েছে ফ্ল্যাশ – অকপটে, নিঃসংশয়ে!
এক ঝাঁক তরুণ হিপ-হপ ডান্সার এই ফ্ল্যাশ পড়ে নাচের স্টেপ রেকর্ড করে সেই ভিডিও নিজেদের Instagram ও Facebook পেজ-এ শেয়ার করেছে। তাদের ফাটাফাটি দক্ষতা জুতোটির মর্যাদা রক্ষা করেছে অসাধারণ ভাবে।
ফ্ল্যাশ পাওয়া যাবে ইমপ্যাকটোর ওয়েবসাইট impakto.in – এ। ইমপ্যাকটো ক্রমশ জনপ্রিয় বহুজাতিক ব্র্যাণ্ডগুলির সমকক্ষ হয়ে উঠছে। স্পোর্ট্স শু-এর ব্র্যাণ্ড সচেতন ক্রেতারা যারা বিদেশী জুতো পড়ে অভ্যস্ত তাদের পছন্দের তালিকাতেও ইমপ্যাকটো স্থান করে নিচ্ছে। এর কারণ যেমন আন্তর্জাতিক মানের Innovation, তেমনি আরেকটা কারণ হচ্ছে ইমপ্যাকটোর ব্র্যাণ্ড দর্শন।
ইমপ্যাকটো তারুণ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ। খেলাধূলা ও ফিটনেস প্রচার করার সাথে সাথে, ইমপ্যাকটো আধুনিক চিন্তাধারা ও সংস্কৃতিও সমর্থন করে। তাই একদিকে হিপ-হপ নাচ ও গানের প্রসারের জন্য ব্র্যাণ্ড যেমন উদ্যোগী, তেমনি ফেমিনীজ্ম, মানবাধিকার, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়েও ব্র্যাণ্ড সোচ্চার।
হিপ-হপ ডান্সার https://www.instagram.com/funkeybhan_101/?igshid=1mvv1w9qsrtw4https://instagram.com/boogie_reptile?igshid=k8rhuxed5ovfhttps://instagram.com/mekholabose?igshid=1qmscyobry0b4https://instagram.com/rawshan.cfam?igshid=1kf943lqclrakhttps://instagram.com/_the_un_synched_chiki_?igshid=1v5flfqmdjndohttps://instagram.com/dhruba.india?igshid=1v5x1ukguc126https://instagram.com/dimitri_3dlock?igshid=tm55cfzfy28o
(এটি স্পনসরড আর্টিকেল। এবিপি লাইভ সম্পাদনা করেনি।)